চাঁদপুরের ফরিদগঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে রেজিয়া বেগম (৬৫) নামে এক বৃদ্ধা যাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় ফরিদগঞ্জ কালিরবাজার সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রেজিয়া বেগম পৌর এলাকার পশ্চিম বড়ালী দেওয়ান বাড়ির মৃত আলি আহমেদের স্ত্রী। তিনি ২ ছেলে ও ৪ মেয়ের জননী ছিলেন।
মৃতের ছেলে কাউসার আহমেদ জানান, প্রায় ১৮ বছর আগে তাদের বাবা মারা যান। এরপর থেকে প্রতিবেশী কোনো মহিলা মারা গেলে তার মা ধর্মীয় বিশ্বাস থেকে পরকালে পূণ্যের আশায় লাশ গোসল করাতেন।
শনিবার বিকেলে তিনি অটোরিকশায় করে কালিরবাজারে বাজার করতে যান। ফেরার পথে চলন্ত অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লেগে সড়কে ছিটকে পড়েন।
স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, পরিবারের সিদ্ধান্তে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন করা হয়েছে।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আলম বলেন, ‘হাসপাতাল থেকে বিষয়টি আমাদের জানানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। পরিবারের অনুরোধে লাশ হস্তান্তর করা হয়েছে।’

