জুলাই বিপ্লবের কারণে আমরা মন খুলে কথা বলতে পারছি: কামরুজ্জামান

উপজেলা প্রতিনিধি, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৫, ১৮: ৩৭
আপডেট : ২৩ আগস্ট ২০২৫, ২২: ০৫

মেজর জেনারেল (অব.) মোহাম্মদ কামরুজ্জামান বলেছেন, জুলাই বিপ্লবের কারণে আজকে আমরা মন খুলে কথা বলতে পারছি। একটা সময় ছিলো সাংবাদিকরাও আদালতে লাঞ্ছিত ও আহত হয়েছেন। যেমন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান সাহেব আদালতে হাজিরা দিতে গিয়ে রক্তাক্ত হয়েছিলেন। আশা করি সামনের দিনগুলোতে এমন দৃশ্য আর দেখতে হবে না। আমরা ভালো কিছু দেখতে পাবো। আল্লাহর উপর বিশ্বাস ও নিজের শ্রম থাকলে সফলতা আসবেই। আমাদের মনে রাখতে হবে সবার আগে বাংলাদেশ।

বিজ্ঞাপন

শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর প্রেসক্লাবে গনমাধ্যমকর্মীদের সাথে মত বিনিময়কালে এসব কথা বলেন তিনি।

সাধারণ মানুষের মাঝে এমন আলোচনা রয়েছে, আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারেন? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে আমার যোগাযোগ রয়েছে। সময়ই বলে দেবে কি করবো।

এসময় তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারেন। সাধারণ মানুষের মাঝে এমন আলোচনা রয়েছে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে আমার যোগাযোগ রয়েছে। সময়ই বলে দেবে কি করবো?

এসময় তিনি আরও অনান্য গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করে বলেন, আমাদের নবীনগর উপজেলা উন্নয়নের দিক দিয়ে অনেক পিছিয়ে রয়েছে। আমাদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে নবীনগরকে এগিয়ে নিতে হবে।

নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তির সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক কামরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, নবীনগর প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু কামাল খন্দকার, মাহবুব আলম লিটন, জালাল উদ্দিন মনির, সাবেক সাধারণ সম্পাদক কান্তি কুমার ভট্টাচার্য, প্রেসক্লাব সদস্য মোহাম্মদ জসিম উদ্দিন, জামাল হোসেন পান্না, রিপোটার্স ক্লাবের সভাপতি শাহিন রেজা টিটো এবং মোহাম্মদ কামরুজ্জামানের বোন অধ্যাপিকা ফেরদৌসী বেগম পপি।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত