নলচরের সংঘর্ষে আহত তিনজন আইসিইউতে, অন্যরা শঙ্কামুক্ত

উপজেলা প্রতিনিধি, মেঘনা (কুমিল্লা)
প্রকাশ : ১৩ মার্চ ২০২৫, ১৩: ৫৬

কুমিল্লার মেঘনা উপজেলার চালিভাঙ্গা ইউনিয়নের নলচর গ্রামে সংঘর্ষের ঘটনায় আহত তিনজনকে আইসিইউতে নেয়া হয়েছে। তবে অন্য আহতরা শঙ্কামুক্ত বলে জানা গেছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার আহতদের স্বজনরা এ তথ্য নিশ্চিত করেছেন। স্বজনরা জানান, চোখে-মুখে টেঁটাবিদ্ধ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম, খাদ্যনালী ছিদ্র হওয়া ফারুক সরকারকে বুধবার রাত ৮টায় ঢামেকে অস্ত্রোপচার শেষে আইসিউতে নেয়া হয়েছে। মাথায় টেঁটাবিদ্ধ মাজহারুল ইসলাম সরকার আগারগাঁওয়ে নিউরো সাইন্স হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন। অন্য আহত ব্যক্তিরা স্বাভাবিক বেডে চিকিৎসাধীন আছে এবং শঙ্কামুক্ত।

একটি সূত্র জানায়, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাসনাত প্রধানসহ কয়েকজন চিকিৎসা শেষে আজ বাড়িতে ফিরবেন। নলচরের সাধারণ বাসিন্দারা এখনো আতঙ্কিত।

এ বিষয়ে চালিভাঙ্গা ইউপি চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হুমায়ুন কবির জানান, এখন সবাই ঢাকা অবস্থান করছেন রোগী নিয়ে। কোনো দাঙ্গা-হাঙ্গামার সম্ভাবনা নেই।

এ বিষয়ে মেঘনা থানার ওসি আব্দুল জলিল দৈনিক আমার দেশকে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে, পুলিশ টহল দিচ্ছে। কেউ অভিযোগ করলে ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, গত মঙ্গলবার রাত ১০টায় নলচর গ্রামে আধিপত্য বিস্তার ও ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে রবিউল ইসলাম ও বারেক প্রধান গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত