আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

টঙ্গীতে শ্রমিকদের বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

স্টাফ রিপোর্টার, টঙ্গী
টঙ্গীতে শ্রমিকদের বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ
টঙ্গীতে শ্রমিকদের সড়ক অবরোধ

গাজীপুরের টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে বিএইচআইএস অ্যাপারেলস লিমিটেড কারখানার উত্তেজিত শ্রমিকরা।

বিজ্ঞাপন

আজ সকাল সোয়া ৯টায় টঙ্গীর হোসেন মার্কেটের দত্তপাড়ায় লেদু মোল্লা রোড এলাকায় শ্রমিকরা সড়ক অবরোধ করেন। এতে মহাসড়কের উভয় পাশে তীব্র যানজট সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন হাজারো যাত্রী। খবর পেয়ে থানা ও শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

শ্রমিকরা জানান, বিএইচআইএস অ্যাপারেলস কারখানায় প্রায় ১ হাজার ৩০০ শ্রমিক কাজ করেন। গত শনিবার তাদের এপ্রিল মাসের বেতন দেয়ার কথা ছিল। সেদিন বেতন না দিয়ে কালক্ষেপণ করতে থাকে তারা। পরে আজ সকালে কারখানায় এসে শ্রমিকরা বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। এতে মহাসড়কের উভয়পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ও শিল্প পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের মহাসড়ক থেকে সরানোর চেষ্টা করছে।

এ বিষয়ে গাজীপুর শিল্প পুলিশের (টঙ্গী জোন) ওসি ইসমাইল হোসেন বলেন, শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরানোর চেষ্টা চলছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন