আমার দেশ-এর গোপালগঞ্জ প্রতিনিধি সারমাতের ইন্তেকাল

উপজেলা প্রতিনিধি, কোটালীপাড়া (গোপালগঞ্জ)
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৫, ২০: ৫১
আপডেট : ১১ অক্টোবর ২০২৫, ১৬: ২৭

আমার দেশ-এর গোপালগঞ্জ প্রতিনিধি মাহাবুব হোসেন সারমাত ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার সন্ধ্যা ৬টায় নিজ বাসভবনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৪ বছর।

সারমাত গোপালগঞ্জ জজ কোর্টের প্রয়াত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট এসকেন্দার আলী সরদারের দ্বিতীয় ছেলে। তিনি স্ত্রী ও তিন মেয়ে রেখে গেছেন।

বিজ্ঞাপন

নিহতের পারিবারিক সূত্র জানায়, মসজিদ থেকে আসরের নামাজ আদায় করে গোপালগঞ্জ শহরের খ্রিষ্টানপাড়া এলাকার নিজ বাসায় ঘুমিয়েছিলেন সারমাত। সন্ধ্যায় তার স্ত্রী ডাকাডাকি করলে কোনো সাড়াশব্দ না পেয়ে চিৎকার দেন। তাৎক্ষণিক স্থানীয় চিকিৎসক ডেকে পরীক্ষা করলে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়। ধারণা করা হচ্ছে ঘুমের মধ্যে তার স্ট্রোক হয়েছিল। দীর্ঘদিন ধরে তিনি হার্টের সমস্যায় ভুগছিলেন।

সারমাতের মৃত্যুতে বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। গণমাধ্যম কর্মীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা ছুটে আসেন তার বাসায়।

গোপালগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, গোপালগঞ্জ প্রেস ক্লাব, গোপালগঞ্জ রিপোর্টাস ফোরাম, গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়ন, কোটালীপাড়া সাংবাদিক ফোরামসহ গোপালগঞ্জ জেলার সব সাংবাদিক সংগঠন, জেলা বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

শনিবার সকাল ৯টায় গোপালগঞ্জ সদরের বলাকৈর গ্রামে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। বাদ জোহর গোপালগঞ্জ শহরের আলিয়া মাদরাসা প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা শেষে গেটপাড়ায় পৌর কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে তাকে লাশ দাফন করা হয়। মৃত্যুর আগেও তিনটি প্রতিবেদন পাঠান সারমাত।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত