গাজীপুরের বাঘের বাজার এলাকায় স্ট্যান্ডার্ড ফিনিক্স কয়েল কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯ ইউনিট। বুধবার দুপুরে এ আগুন লাগার ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

স্থানীয়রা জানায়, বুধবার বেলা ১টার কিছুক্ষণ আগে আগুনের সূত্রপাত হয়। ধোয়া দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে কারখানার শ্রমিকরা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়। ততক্ষণে আগুন ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়।
প্রথমে মাওনা ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। ভয়াবহতা বাড়তে থাকায় একে একে আশপাশের স্টেশনগুলো থেকে যোগ দেয় আরও ৭ টি ইউনিট।

