সৌহার্দ্যের বার্তা দিয়ে বিএনপি প্রার্থীকে জামায়াত প্রার্থীর শুভেচ্ছা

উপজেলা প্রতিনিধি, টংগিবাড়ী (মুন্সীগঞ্জ)
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৫, ২০: ৫৪

রাজনীতিতে বিরল এক দৃশ্য দেখা গেল মুন্সিগঞ্জ-২ আসনে। বিএনপি মনোনীত প্রার্থী মিজানুর রহমান সিনহাকে প্রকাশ্যে অভিনন্দন জানিয়ে প্রশংসায় ভাসছেন জামায়াতের প্রার্থী প্রফেসর এবিএম ফজলুল করীম।

দুজনের ছবি পাশাপাশি রেখে সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে এই অভিনন্দন জানান তিনি। পোস্ট দেখে সাধারণ মানুষ আবেগে আপ্লুত হয়েছেন। অনেকেই এটিকে দেখছেন ‘নতুন বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির সূচনা’ হিসাবে।

বিজ্ঞাপন

নিজের ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে ফজলুল করীম লেখেন—

‘অভিনন্দন! বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) পক্ষ থেকে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সিগঞ্জ-২ (টংগিবাড়ী–লৌহজং) আসনে জনাব মিজানুর রহমান সিনহা সাহেব প্রার্থী হিসেবে মনোনীত হওয়ায় প্রাণঢালা অভিনন্দন।

প্রতিদ্বন্দ্বিতা নয়, প্রতিযোগী হয়ে আমরা নির্বাচনী ময়দানে মিলে-মিশে কাজ করতে চাই। আমাদের মূল লক্ষ্য এই আসনের জনগণের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখা।

আল্লাহ তায়ালা আমাদের সহায় হোন। আমিন।’

এই পোস্টের পর মুহূর্তেই প্রশংসার বন্যা বইতে থাকে ফেসবুকে। রাজনৈতিক নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ ভোটার পর্যন্ত সবাই বিস্ময় প্রকাশ করেন।

কমেন্ট বক্সে আব্দুল্লাহ আল আহাদ মন্তব্য করেন, আলহামদুলিল্লাহ! এটাই রাজনীতির শিষ্টাচার। যদি দেশের নেতারা এমন উদার মন নিয়ে এগোতেন, বাংলাদেশ আরও অনেক দূর এগিয়ে যেত।

মুসাফির ইসলাম লিখেছেন, আদর্শ নেতা একেই বলে। প্রতিদ্বন্দ্বীকেও সম্মান দিয়ে কথা বলার শিক্ষা নেওয়া উচিত সবার।

এমন সৌহার্দ্যপূর্ণ রাজনৈতিক আচরণে টংগিবাড়ী-লৌহজং উপজেলার ভোটারদের মধ্যেও তৈরি হয়েছে ইতিবাচক মনোভাব।

অনেকেই বলছেন, রাজনীতিতে প্রতিদ্বন্দ্বিতা থাকতে পারে, কিন্তু শত্রুতা নয়—এই বার্তাই নতুন বাংলাদেশের রাজনীতির আসল সৌন্দর্য।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত