ফতুল্লায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়ের মর্মান্তিক মৃত্যু

উপজেলা প্রতিনিধি, ফতুল্লা (নারায়ণগঞ্জ)
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৫, ১৪: ৪৯

নারায়ণগঞ্জের ফতুল্লায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার রাত সাড়ে ৭টার দিকে শিয়াচর বড়বাড়ী এলাকায় এই হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন আমির হোসেনের স্ত্রী রোকসানা বেগম (৫০) এবং তাদের মেয়ে লামিয়া (২২)।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির পেছনে জমে থাকা পানি সরানোর জন্য একটি বৈদ্যুতিক মোটর লাগানো হয়েছিল। শনিবার সন্ধ্যায় রোকসানা বেগম সেই মোটরটি চালু করতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন। মাকে বাঁচাতে দ্রুত এগিয়ে আসে মেয়ে লামিয়া। কিন্তু মোটর স্পর্শ করা মাত্রই সেও বিদ্যুৎস্পৃষ্ট হয়।

পরে স্থানীয় লোকজন তাদের দুজনকে উদ্ধার করে শহরের খানপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা তাদের মৃত ঘোষণা করেন। মা-মেয়ের এই আকস্মিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। মা ও মেয়ের মরদেহ খানপুর হাসপাতালে রয়েছে। তিনি আরও বলেন, এই বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত