আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

নৌকাডুবিতে নিখোঁজ ২ শিশুর মধ্যে একজনের লাশ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, কালিয়াকৈর (গাজীপুর)

নৌকাডুবিতে নিখোঁজ ২ শিশুর মধ্যে একজনের লাশ উদ্ধার

গাজীপুরের কালিয়াকৈরে দুর্গা বিসর্জন উপলক্ষে তুরাগ নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ দুই শিশুর মধ্যে একজনের লাশ শুক্রবার সকালে উদ্ধার করেছে স্থানীয়রা।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, দুর্গা বিসর্জন দেখতে বিপুল সংখ্যক মানুষ তুরাগ নদে অর্ধশতাধিক নৌকা দিয়ে ঘুরে বেড়ানোর সময় দুই তিনটা নৌকা একত্রিত হয়ে ধাক্কা লোগে। এতে নৌকায় থাকা লোকজন পানিতে পড়ে যায়। এ সময় অনেকে সাঁতরে তীরে উঠতে পারলেও অংকিতা ও তন্ময় নামে দুই শিশু পানিতে তলিয়ে যায়।

খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের একটি দল স্থানীয়দের সহায়তায় উদ্ধার অভিযান শুরু করে। ফায়ার সার্ভিসের কর্মকর্তা ইফতিয়ার খান জানান, শুক্রবার সকালে অংকিতার লাশ উদ্ধার করা হয়েছে। ডুবুরি দল ঘটনাস্থলে এখনও কাজ করছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন