আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

কঠোর গোপনীয়তায় নারায়ণগঞ্জ আদালতে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক

উপজেলা প্রতিনিধি, ফতুল্লা (নারায়ণগঞ্জ)
কঠোর গোপনীয়তায় নারায়ণগঞ্জ আদালতে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় দায়ের করা একটি হত্যা মামলায় চারদিনের রিমান্ড শেষে সাবেক আইনমন্ত্রী মো. আনিসুল হককে কারাগারে প্রেরণ করা হয়েছে।

বিজ্ঞাপন

আজ বুধবার (১৩ আগস্ট) দুপুর আড়াইটায় তাকে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাফিয়া শারমিনের আদালতে হাজির করে তদন্ত সংস্থা সিআইডি পুলিশ। পরে শুনানি শেষে আদালত সাবেক এই আইনমন্ত্রীকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

এর আগে সকালে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আনিসুল হককে নারায়ণগঞ্জ আদালতে আনা হয়। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানোর কৌশল হিসেবে সাবেক এই মন্ত্রীকে গোপনীয়তার মধ্য দিয়ে নারায়ণগঞ্জ আদালতে নিয়ে আসা হয়।

বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইউম খান বলেন, সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা ১৬ (০৮)২৪ নম্বর মামলায় চারদিনের রিমান্ড শেষে আসামি সাবেক আইনমন্ত্রী মো. আনিসুল হককে আজ (বুধবার) দুপুর আড়াইটায় কঠোর নিরাপত্তার মধ্যে আদালতে হাজির করে সিআইডি পুলিশ। পরে আদালতের নির্দেশে তাকে পুনরায় কারাগারে ফেরত পাঠানো হয়।

তিনি আরও বলেন, এর আগে ভার্চুয়ালি রিমান্ড শুনানিতে আনিসুল হকের চারদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। পরে জিজ্ঞাসাবাদের জন্য গত ১০ আগস্ট তাকে নারায়ণগঞ্জে আনে মামলার তদন্ত সংস্থা সিআইডি পুলিশ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন