শরীফ ইকবাল রাসেল, নরসিংদী
নরসিংদী সদর উপজেলার আলোকবালীতে দুই গ্রুপের সংঘর্ষে সাদেক মিয়া নামে এক যুবদল কর্মী নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে ১০ জন।
স্থানীয়রা জানান, চরাঞ্চলের আলোকবালীতে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন যাবৎ ইউনিয়ন বিএনপির সভাপতি শাহ আলম চৌধুরী ও সদ্য বহিষ্কৃত সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম মিয়ার মধ্যে বিরোধ চলে আসছে। এই বিরোধের জেরে গত ১৮ সেপ্টেম্বর কাইয়ুম মিয়ার সমর্থক ইদন মিয়া নিহত হয়। পরদিন ১৯ সেপ্টেম্বর কাইয়ুম বাহিনীর হামলায় শাহ আলম গ্রুপের সমর্থক ফেরদৌসী আক্তার মারা যায়। এরপর থেকে কাইয়ুম মিয়ার সমর্থকরা বাড়িছাড়া হয়ে যায়। প্রায় ১০ দিন বাড়িছাড়া থাকার পর আজ (২৯ সেপ্টেম্বর) ভোর সাড়ে পাঁচটায় কাইয়ুম বাহিনীর সমর্থকরা এলাকায় উঠতে চাইলে শাহ আলম বাহিনী স্থানীয় আওয়ামী লীগের আসাদ উল্ল্যাহ ও দিপু গ্রুপের সহায়তায় তাদের প্রতিহত করতে গুলি চালায়। এতে আলোকবালী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাদেক মিয়া নিহত হয়। আহত হয় ১০ জন।
নিহতের স্বজনরা অভিযোগ করে বলেন, ১৮ সেপ্টেম্বর ইদন মিয়া মারা যাওয়ার পর আমরা এলাকাছাড়া ছিলাম। দশ দিন পর আজ নিজ বাড়িতে যাওয়ার চেষ্টা করলে প্রতিপক্ষ আমাদের ওপর গুলি চালায়। এতে সাদেক মিয়া মারা যায় এবং গুলিবিদ্ধ হয়ে আহত হয় ১০-১২। চরাঞ্চলে দীর্ঘদিন ধরে চলে আসা বিরোধের জের হিসেবে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে কারা এই হামলার জন্য দায়ী এ ব্যাপারে জানতে চাইলে তাদের দাবি, আলোকবালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আসাদুল্লাহ এবং সাবেক সভাপতি ও ইউনিয়ন চেয়ারম্যান দেলোয়ার হোসেন দিপুর লোকজন এই হামলার ঘটনা ঘটিয়েছে।
নিহতের স্বজন নরসিংদী সদর হাসপাতালের আরএমও ডা. ফরিদা গুলশানারা কবির জানান, নরসিংদীর চরাঞ্চল আলোকবালী থেকে আজ সকালে সাদেক মিয়া নামে এক ব্যক্তিকে গুলিবিদ্ধ হয়ে মৃত অবস্থায় নিয়ে আসা হয়। এছাড়া আহত আরো ৬ জনের মধ্যে ৫ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে নরসিংদী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল জানান, নরসিংদীর চরাঞ্চল আলোকবালীতে দুটি গ্রুপের সংঘর্ষে সাদেক নামে একজন নিহত হয়েছে। বেশ কয়েকজন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকায় এখন শান্ত পরিবেশ বিরাজ করছে।
নরসিংদী সদর উপজেলার আলোকবালীতে দুই গ্রুপের সংঘর্ষে সাদেক মিয়া নামে এক যুবদল কর্মী নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে ১০ জন।
স্থানীয়রা জানান, চরাঞ্চলের আলোকবালীতে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন যাবৎ ইউনিয়ন বিএনপির সভাপতি শাহ আলম চৌধুরী ও সদ্য বহিষ্কৃত সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম মিয়ার মধ্যে বিরোধ চলে আসছে। এই বিরোধের জেরে গত ১৮ সেপ্টেম্বর কাইয়ুম মিয়ার সমর্থক ইদন মিয়া নিহত হয়। পরদিন ১৯ সেপ্টেম্বর কাইয়ুম বাহিনীর হামলায় শাহ আলম গ্রুপের সমর্থক ফেরদৌসী আক্তার মারা যায়। এরপর থেকে কাইয়ুম মিয়ার সমর্থকরা বাড়িছাড়া হয়ে যায়। প্রায় ১০ দিন বাড়িছাড়া থাকার পর আজ (২৯ সেপ্টেম্বর) ভোর সাড়ে পাঁচটায় কাইয়ুম বাহিনীর সমর্থকরা এলাকায় উঠতে চাইলে শাহ আলম বাহিনী স্থানীয় আওয়ামী লীগের আসাদ উল্ল্যাহ ও দিপু গ্রুপের সহায়তায় তাদের প্রতিহত করতে গুলি চালায়। এতে আলোকবালী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাদেক মিয়া নিহত হয়। আহত হয় ১০ জন।
নিহতের স্বজনরা অভিযোগ করে বলেন, ১৮ সেপ্টেম্বর ইদন মিয়া মারা যাওয়ার পর আমরা এলাকাছাড়া ছিলাম। দশ দিন পর আজ নিজ বাড়িতে যাওয়ার চেষ্টা করলে প্রতিপক্ষ আমাদের ওপর গুলি চালায়। এতে সাদেক মিয়া মারা যায় এবং গুলিবিদ্ধ হয়ে আহত হয় ১০-১২। চরাঞ্চলে দীর্ঘদিন ধরে চলে আসা বিরোধের জের হিসেবে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে কারা এই হামলার জন্য দায়ী এ ব্যাপারে জানতে চাইলে তাদের দাবি, আলোকবালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আসাদুল্লাহ এবং সাবেক সভাপতি ও ইউনিয়ন চেয়ারম্যান দেলোয়ার হোসেন দিপুর লোকজন এই হামলার ঘটনা ঘটিয়েছে।
নিহতের স্বজন নরসিংদী সদর হাসপাতালের আরএমও ডা. ফরিদা গুলশানারা কবির জানান, নরসিংদীর চরাঞ্চল আলোকবালী থেকে আজ সকালে সাদেক মিয়া নামে এক ব্যক্তিকে গুলিবিদ্ধ হয়ে মৃত অবস্থায় নিয়ে আসা হয়। এছাড়া আহত আরো ৬ জনের মধ্যে ৫ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে নরসিংদী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল জানান, নরসিংদীর চরাঞ্চল আলোকবালীতে দুটি গ্রুপের সংঘর্ষে সাদেক নামে একজন নিহত হয়েছে। বেশ কয়েকজন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকায় এখন শান্ত পরিবেশ বিরাজ করছে।
কক্সবাজারে গভীর সমুদ্রে পাচারের মুহূর্তে ২৯ জনকে উদ্ধার করেছে বিজিবি টেকনাফ ব্যাটালিয়ন। এ সময় তিন মানবপাচারকারিকে আটক করা হয়েছে। বুধবার মেরিন ড্রাইভের রাজারছড়া এলাকায় এই অভিযান চালানো হয়। বিজিবির টেকনাফস্থ ২ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
১২ মিনিট আগেএ সময় অসাবধানতাবশত তার শরীরে সার্ভিস তার স্পর্শ করলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
২১ মিনিট আগেবুধবার ভোর রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ২৩০ পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সাইফুল ইসলাম সাঘাটা উপজেলার কামালেরপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক। তিনি ওই এলাকার বারকোনা গ্রামের চান মিয়ার ছেলে।
৩৪ মিনিট আগেমঙ্গলবার রাতে ১২টার দিকে তিনটি ব্যাটারিচালিত অটোরিকশায় করে অন্যত্র সরিয়ে নেওয়ার সময় স্থানীয় বাসিন্দারা ধাওয়া করে। এসময় চালসহ একটি অটোরিকশা জব্দ করলেও বাকি দুটি রিকশা দ্রুত গতিতে পালিয়ে যায়।
৪০ মিনিট আগে