বাবার সাথে ধস্তাধস্তিতে উত্তেজিত মাদকাসক্ত ছেলের মৃত্যু

থানা প্রতিনিধি, ডেমরা (ঢাকা)
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ২১: ৩২

রাজধানীর ডেমরায় বাবু (২৫) নামের এক মাদকাসক্ত ছেলে বাবার কাছে মাদকের জন্য টাকা চেয়ে না পাওয়ায় ছেলে উত্তেজিত হয়ে বাবার সাথে ধস্তাধস্তিতে লিপ্ত হয় এ সময়ে বাবার ধাক্কায় ধারালো বটির উপরে পড়ে ছেলের মৃত্যু হয়।

বিজ্ঞাপন

সোমবার (৮-সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ডেমরার বামৈল কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। মৃত ব্যক্তি বামৈল কেন্দ্রীয় জামে মসজিদ এলাকার মো. মনিরের বাড়ির ভাড়াটিয়া। এ বিষয়ে পুলিশ ছেলের বাবা মো. কাশেমকে আটক করেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মনিরের বাড়ির ভাড়াটিয়া আবুল কাশেমের ছেলে মো.বাবু একজন মাদকাসক্ত। প্রায় সময়েই সে তার পরিবারের সবার সাথে মাদকের টাকার জন্য ঝগড়াঝাঁটি করতো। টাকা না পেলেই বাবা, মা ও ভাইবোনসহ সকলকেই মারধর করতো। সোমবার তার বাবার কাছে মাদকের জন্য টাকা চাইলে তার বাবা টাকা না দেয়ায় বাবার উপর ক্ষিপ্ত হয়ে পাকের ঘর থেকে বটি নিয়ে এসে বাবাকে মারতে যায়, এ সময়ে অনেক ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে তার হাতে থাকা বটির উপেরেই সে পরে আহত হয় এ সময়ে প্রচুর রক্ত ক্ষরণ হতে থাকে। স্বজনেরা স্টাফকোয়ার্টার এলাকার আর রাফি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার অফিসার ইনচার্জ মো. মাহামুদুর রহমান বলেন, তার পরিবারের সকলেই তার প্রতি অতিষ্ঠ ছিল। ছেলেটি মারাত্মকভাবে মাদকাসক্ত থাকায় তার পরিবারের কেউ মামলা পর্যন্ত করতে চায় না।

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ বিষয়ে আলোচনা চলছে আইনি প্রক্রিয়ার মাধ্যমেই বিষয়টি সুরাহা হবে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত