আড়াইহাজারে নাদিম (১৪) নামের এক কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার দুপ্তারা ইউনিয়নের বাজবী তাঁতিপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, নাদিম ওই এলাকার মজিদ মিয়ার ছেলে। ঘটনার দিন সাড়ে ৭টায় পরিবারের সদস্যরা বাড়ির বাইরে থাকাকালে সে নিজ ঘরের জানালার গ্রিলে রশি দিয়ে গলায় ফাঁস নেয়। তার চাচা প্রথমে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে প্রতিবেশীদের সহযোগিতায় নিচে নামান।
খবর পেয়ে আড়াইহাজার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে।
এ বিষয়ে আড়াইহাজার থানার ওসি (তদন্ত)সাইফুউদ্দিন জানান, “খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের পর বলা যাবে এটি হত্যা নাকি আত্মহত্যা।

