আমার দেশ অনলাইন
আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা গোপালগঞ্জ জেলা কারাগারে হামলা ও ভাঙচুর চালিয়েছে। তবে এখন পর্যন্ত কারাগার থেকে কোনো বন্দি পালানোর খবর পাওয়া যায়নি।
বুধবার বিকাল ৪টার দিকে এ হামলার ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন কারারক্ষী আহত হন বলে জানা গেছে।
হামলার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় সেনাবাহিনী ও পুলিশ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপরতার সঙ্গে হামলাকারীদের ছত্রভঙ্গ করে দেয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনার আগে ও পরে গোপালগঞ্জ জেলাজুড়ে একাধিক সহিংসতা ও হামলার ঘটনা ঘটে।
দিনের শুরুতে, সকালে সদর উপজেলার গান্ধীয়াশুর এলাকায় ঘোনাপাড়া-টেকেরহাট আঞ্চলিক সড়কে গাছ কেটে সড়ক অবরোধ করে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এই সময় সেখানে গেলে ইউএনওর গাড়িবহরের ওপরও হামলার ঘটনা ঘটে।
এর কিছুক্ষণ পর, গোপালগঞ্জ সদরের উলপুরে পুলিশের গাড়িতে হামলা চালিয়ে তা ভাঙচুর ও আগুন ধরিয়ে দেওয়া হয়। এ ঘটনায় বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হন।
দুপুরে শহরের কেন্দ্রস্থলে এনসিপির পূর্বঘোষিত পদযাত্রা ও সমাবেশে হঠাৎ করে হামলা চালায় ছাত্রলীগের একদল নেতাকর্মী। তারা আকস্মিকভাবে ভাঙচুর চালিয়ে পালিয়ে যায়।
সমাবেশ শেষে যখন এনসিপির নেতাকর্মীরা ফিরে যাচ্ছিলেন, তখন একদল সশস্ত্র ব্যক্তি তাদের ওপর চারদিক থেকে ঘিরে হামলার চেষ্টা করে। তারা পুলিশের গাড়িসহ এনসিপির যানবাহন আটকে দেয়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা সাউন্ড গ্রেনেড ও ফাঁকা গুলি ছোড়ে। এনসিপির নেতাকর্মীরা অন্য দিক ঘুরে ঘটনাস্থল ত্যাগ করেন।
আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা গোপালগঞ্জ জেলা কারাগারে হামলা ও ভাঙচুর চালিয়েছে। তবে এখন পর্যন্ত কারাগার থেকে কোনো বন্দি পালানোর খবর পাওয়া যায়নি।
বুধবার বিকাল ৪টার দিকে এ হামলার ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন কারারক্ষী আহত হন বলে জানা গেছে।
হামলার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় সেনাবাহিনী ও পুলিশ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপরতার সঙ্গে হামলাকারীদের ছত্রভঙ্গ করে দেয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনার আগে ও পরে গোপালগঞ্জ জেলাজুড়ে একাধিক সহিংসতা ও হামলার ঘটনা ঘটে।
দিনের শুরুতে, সকালে সদর উপজেলার গান্ধীয়াশুর এলাকায় ঘোনাপাড়া-টেকেরহাট আঞ্চলিক সড়কে গাছ কেটে সড়ক অবরোধ করে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এই সময় সেখানে গেলে ইউএনওর গাড়িবহরের ওপরও হামলার ঘটনা ঘটে।
এর কিছুক্ষণ পর, গোপালগঞ্জ সদরের উলপুরে পুলিশের গাড়িতে হামলা চালিয়ে তা ভাঙচুর ও আগুন ধরিয়ে দেওয়া হয়। এ ঘটনায় বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হন।
দুপুরে শহরের কেন্দ্রস্থলে এনসিপির পূর্বঘোষিত পদযাত্রা ও সমাবেশে হঠাৎ করে হামলা চালায় ছাত্রলীগের একদল নেতাকর্মী। তারা আকস্মিকভাবে ভাঙচুর চালিয়ে পালিয়ে যায়।
সমাবেশ শেষে যখন এনসিপির নেতাকর্মীরা ফিরে যাচ্ছিলেন, তখন একদল সশস্ত্র ব্যক্তি তাদের ওপর চারদিক থেকে ঘিরে হামলার চেষ্টা করে। তারা পুলিশের গাড়িসহ এনসিপির যানবাহন আটকে দেয়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা সাউন্ড গ্রেনেড ও ফাঁকা গুলি ছোড়ে। এনসিপির নেতাকর্মীরা অন্য দিক ঘুরে ঘটনাস্থল ত্যাগ করেন।
ময়মনসিংহের গৌরীপুরে জহিরুল ইসলাম মিঠু হত্যা মামলায় পলাতক দুই ভাইকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
১ ঘণ্টা আগেপরিবারের পক্ষ থেকে জানা গেছে, ১১ বছর বয়সে ১৯৩৫ সালে শামসুদ্দিন ব্রিটিশ-ইন্ডিয়ান আর্মিতে যোগ দিয়েছিলেন। তার সৈনিক নম্বর ছিল ৬৪১৪৬০। ১৯৩৯ থেকে শুরু করে ১৯৪৫ সাল পর্যন্ত পুরো ছয় বছর দ্বিতীয় বিশ্বযুদ্ধের ময়দানে ছিলেন এ যোদ্ধা।
১ ঘণ্টা আগেচট্টগ্রামের হাটহাজারী থানার ভেতরে পুলিশের ওপর চড়াও হয়েছেন ইসলামী ছাত্রশিবিরের এক সাবেক নেতা। ঘটনার পর তাকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। আটক মো. রায়হান হাটহাজারি কলেজ শিবিরের সাবেক সভাপতি।
১ ঘণ্টা আগেসাগরে বাংলাদেশের জলসীমায় ভারতীয় জেলেরা ইলিশ মাছ ধরতে আসে তা জানার পরই সাথে সাথে কোস্টগার্ডকে নির্দেশ দেওয়া হয়েছে ব্যবস্থা নেওয়ার জন্য এবং ইতোমধ্যে ব্যবস্থা নেয়া হয়েছে। আমরা চাই দেশের মানুষ ইলিশ খাবে সাগরে যেন কেউ চুরি করে মাছ ধরতে না পারে সেজন্য সরকার ব্যবস্থা নিয়েছে।
২ ঘণ্টা আগে