রাজৈরে আ. লীগ নেতা ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, রাজৈর (মাদারীপুর)
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৫, ০০: ৩৯

মাদারীপুরের রাজৈর উপজেলার পাইকপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাজাহান মোল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার বিকেল ৫টার দিকে নিজ এলাকা পাইকপাড়ার নরারকান্দি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের মৃত মহসিন মোল্লার ছেলে।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ২৪ নভেম্বরের বিএনপির ঢাকাগামী ‘জুলাই অভ্যুত্থান’ চলাকালে পাইকপাড়ায় বোমা বিস্ফোরণ, বিএনপির দলীয় গেট ভাঙচুর ও লুটপাটের ঘটনায় দায়ের করা এক মামলার এজাহারভুক্ত আসামি তিনি। মামলাটি দায়ের করেন পাঠানকান্দি গ্রামের বিএনপি কর্মী শাহ আলম শেখ ওরফে কোব্বাস শেখ।

রাজৈর থানার পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শাজাহান মোল্লা নিজ এলাকায় অবস্থান করছেন জানতে পেরে তাকে গ্রেপ্তার করা হয়।

রাজৈর থানার ওসি মাসুদ খান বলেন, চেয়ারম্যান শাজাহান মোল্লা ২০২৪ সালের ওই মামলার এজাহারভুক্ত আসামি। তাকে সোমবার মাদারীপুর আদালতে প্রেরণ করা হবে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত