মাদারীপুরে জেলা আনসার সমাবেশ অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, মাদারীপুর
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৫, ২০: ১৫

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঢাকা রেঞ্জের উপ-মহাপরিচালক মো. আশরাফুল আলম বলেছেন, দেশের সকল গ্রামের তরুণ-তরুণীদেরকে কর্মমূখী ও আত্মকর্মসংস্থান মূলক গ্রামভিত্তিক ভিডিপি প্রশিক্ষণ দিয়ে দক্ষ জনসম্পদ হিসেবে গড়ে তুলতে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে এ বাহিনী। ফলে দেশের যেকোনো সংকটময় মুহূর্তে নিরলসভাবে কাজ করছে এ বাহিনীর সদস্যরা।

বৃহস্পতিবার মাদারীপুর জেলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, আনসার বাহিনী কারিগরি বিভিন্ন প্রশিক্ষণ শেষ করে দক্ষ কর্মী হিসেবে রেমিট্যান্স যোদ্ধায় অগ্রণী ভূমিকা এবং বেকারত্ব দূরীকরণসহ আর্থ-সামাজিক উন্নয়ন ও সামাজিক নিরাপত্তায় বদ্ধ পরিকর। বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক) এর সাথে দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে প্রায় ৮৫ হাজার ভিডিপি সদস্যকে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষ মানবসম্পদে রূপান্তরিত করা হবে।

মাদারীপুর জেলা প্রশাসক মোছা: ইয়াসমিন আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদারীপুর আনসার ব্যাটালিয়নের পরিচালক মো. আইয়ুব আলী, জেলার অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম, আর্মি ক্যাম্পের মেজর তানভির হাসান রবিন ও আনসার ও ভিডিপির মাদারীপুর জেলা কমান্ড্যান্ট ফারজানা রহমান।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত