সুন্দরবনের অভয়ারণ্য থেকে চার জেলে আটক

উপজেলা প্রতিনিধি, শ্যামনগর (সাতক্ষীরা)
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৪: ৩৪
আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৫: ৫৩

পশ্চিম সুন্দরবনের অভয়ারণ্যে প্রবেশ করে মাছ শিকারের অভিযোগে চার জেলেকে আটক করেছে বন বিভাগ। সোমবার (৮ সেপ্টেম্বর) ভোরে সাতক্ষীরা রেঞ্জের পুষ্পকাঠি অভয়ারণ্যের হেতালবুনিয়া ছড়া (হলদেবুনিয়া খাল) এলাকা থেকে তাদের আটক করা হয়।

বিজ্ঞাপন

আটক ব্যক্তিরা হলেন শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ৯নং সোরা গ্রামের মৃত ফেলা শেখের ছেলে হালিম শেখ (৬০), সবির মালীর ছেলে জুব্বার মালী (৫৮), মৃত আফসার মালীর ছেলে তৈবুর রহমান (২৫) ও সেজ্জাদ শেখের ছেলে জাহাঙ্গীর আলম (৩২)।

বন বিভাগ জানায়, অভয়ারণ্যে প্রবেশ ও মাছ শিকার সম্পূর্ণ নিষিদ্ধ থাকা সত্ত্বেও জেলেরা নিয়ম ভেঙে সেখানে প্রবেশ করেন। খবর পেয়ে বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের সহকারী স্টেশন কর্মকর্তা আব্দুল কারিমের নেতৃত্বে সুন্দরবনের স্মার্ট পেট্রোল টিম অভিযান চালায়। এসময় চার জেলেকে আটকসহ তাদের ব্যবহৃত একটি নৌকা ও মাছ ধরার সরঞ্জামাদি জব্দ করা হয়।

বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, অভয়ারণ্যের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় বন বিভাগ সবসময় কড়া নজরদারিতে থাকে। নিষেধাজ্ঞা অমান্যকারীদের কোনোভাবেই ছাড় দেয়া হবে না।

আটক জেলেদের বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।

সাব-জেলে অভিযুক্ত সেনা কর্মকর্তারা, সরকারের কাছে যে আহ্বান জানালেন ব্যারিস্টার আরমান

অসদাচারণের দায়ে টঙ্গী পাইলট স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে শোকজ

জরুরি অবস্থা জারি করলেন পেরুর প্রেসিডেন্ট

গুম-খুনে জড়িত ১৫ সেনা কর্মকর্তা চাকরিচ্যুত। ট্রাইব্যুনালে হাজির। সাবজেলে প্রেরণ

এবার ১ টাকায় গরুর মাংস বিতরণের ঘোষণা সেই এমপি প্রার্থীর

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত