তুচ্ছ ঘটনায় স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যার চেষ্টা

উপজেলা প্রতিনিধি, দোহার-নবাবগঞ্জ (ঢাকা)
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০০: ৪৮

ঢাকার নবাবগঞ্জে স্ত্রীর শরীরে আগুন দিয়ে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে স্বামী রজ্জব আলীর বিরুদ্ধে। সোমবার দুপুরে উপজেলার নয়নশ্রী ইউনিয়নের বাংলাবাজার ভাওয়াডুবি এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী রোজিনা বেগম জানান, তুচ্ছ বিষয় নিয়ে পারিবারিক কলহের জেরে তার স্বামী রজ্জব আলী তার শরীরে আগুন ধরিয়ে দিয়ে হত্যার চেষ্টা করেন। তিনি প্রাণে বেঁচে গেলেও গুরুতর দগ্ধ হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নবাবগঞ্জ সরকারি হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। রোজিনার বাড়ি ঝালকাঠি জেলার সুগন্ধিয়া গ্রামে। তার বাবার নাম মৃত আবাদুল গনি খান।

বিজ্ঞাপন

রোজিনা অভিযোগ করেন, স্বামী রজ্জব আলী দীর্ঘদিন ধরে বিভিন্ন অজুহাতে তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিলেন। এরই ধারাবাহিকতায় সোমবার দুপুরে তাকে হত্যার উদ্দেশ্যে আগুন ধরিয়ে দেওয়া হয়। তিনি আরও জানান, রজ্জব এর আগে আরেক স্ত্রীকে হত্যা করেছেন এবং তিনটি বিয়ে করেছেন।

স্থানীয় হুমায়ুন কবির খান জানান, ঘটনার পর এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে জানতে অভিযুক্ত রজ্জব আলীর সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার সংযোগটি বন্ধ পাওয়া যায়।

নবাবগঞ্জ থানার ওসি মমিনুল ইসলাম বলেন, পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে যায়। তবে অভিযুক্ত রজ্জব আলীকে বাড়িতে পাওয়া যায়নি। ঘটনাটি তদন্তাধীন রয়েছে, অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত