আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ডিবি পরিচয়ে ডাকাতি, ৪ মাইক্রোবাস উদ্ধার, আটক চক্রের ৪ সদস্য

উপজেলা প্রতিনিধি, শিবচর (মাদারীপুর)

ডিবি পরিচয়ে ডাকাতি, ৪ মাইক্রোবাস উদ্ধার, আটক চক্রের ৪ সদস্য
ছবি: আমার দেশ।

মাদারীপুর জেলার শিবচর উপজেলায় মাইক্রোবাস ডাকাতিতে লুণ্ঠিত চারটি মাইক্রোবাস উদ্ধার এবং এ ঘটনায় সংঘবদ্ধ ডাকাতচক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে শিবচর থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে কুমিল্লা, সাভার ও কক্সবাজার এলাকায় অভিযান পরিচালনা করে চারজনকে গ্রেফতার করে শিবচর থানা পুলিশের টিম।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) প্রেসব্রিফিংয়ের মাধ্যমে সহকারী পুলিশ সুপার(শিবচর সার্কেল) মো.সালাহ উদ্দিন কাদের সাংবাদিকদের সাথে এ বিষয় কথা বলেন।

বিজ্ঞাপন

গ্রেপ্তারকৃতরা হলেন-গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার নতুনবাজার এলাকার মো: হায়দার আলীর ছেলে ঠান্ডু হাওলাদার(৪০), ঢাকা জেলার সাভার উপজেলার তেতুলতলা এলাকার মো: কামাল হোসেনের ছেলে পারভেজ হোসেন বক্কর(৩০), সাভার উপজেলার মির্জানগর এলাকার মাওদী ইসলামের ছেলে মো: সবুজ হোসেন (৩৪), নীলফামারী জেলার ডোমার থানার পাঙ্গা মটুকপুর এলাকার আব্দুল মান্নানের ছেলে জাকির ইসলাম (২৩)।

সহকারী পুলিশ সুপার(শিবচর সার্কেল) মো. সালাহ উদ্দিন কাদের জানান,

গত ২১ নভেম্বর রাত ১টার দিকে মাদারীপুর জেলার শিবচর থানাধীন যাদুয়ারচর এলাকায় মোঃ সলেমান ঢাকা হতে তার মাইক্রোবাসটি মেরামত শেষ করে নিজ এলাকা শিবচরের শেখপুর এলাকায় পৌঁছানোর আগেই অজ্ঞাত ১০-১২ জন লোক যাদুয়ারচর নামকস্থানে তার গাড়ী আরেকটি গাড়ী দিয়ে রাস্তা অবরোধ করে ডিবি কর্মকর্তা হিসেবে পরিচয় দেয়।
তারা আসামি শনাক্ত করার জন্য জিজ্ঞাসাবাদের কথা বলে, তাদের সাথে থাকা মোবাইল ফোন নিয়ে নেয় এবং চোখ ও হাত বেঁধে তাদের তুলে নেয়। পরবর্তীতে তাদেরকে ডাকাতদল মারধর করে শিবচরের পাঁচ্চর এলাকায় ফেলে রেখে যায়। এসময় মোঃ সলেমান নামক মাইক্রোবাস চালকের কাছ থেকে তার মালিকানাধীন টিআরএক্স হাইএক্স মাইক্রো, ঢাকা মেট্রো-চ-56-0772 ডাকাতি করে নিয়ে যায়।

এই ঘটনার প্রেক্ষিতে ওই এলাকার ভুক্তভোগী মোঃ সলেমান বাদী হয়ে শিবচর থানায় একটি ডাকাতি মামলা দায়ের করলে পুলিশ তদন্ত শুরু করে। তথ্য প্রযুক্তির সহায়তায় ঘটনার সাথে জড়িত ৪ জনকে গ্রেফতার করে পুলিশ। এ সময় ডাকাতিতে লুষ্ঠিত ০৪টি মাইক্রোবাস উদ্ধার করা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন