মাদারীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেলো ইজিবাইক চালকের

জেলা প্রতি‌নি‌ধি, মাদারীপুর
প্রকাশ : ০১ জুলাই ২০২৫, ১৩: ০৬

মাদারীপুরের শিবচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. আব্দুস সালাম আকন (৪৩) নামে এক ইজিবাইক চালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ জুলাই) সকাল ৭টার দিকে শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের চরবাচামারা এলাকায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত আব্দুস সালাম আকন শিবচর উপজেলা দওপাড়া ইউনিয়নের চরবাচামারা বাদশাকান্দি এলাকার আব্দুল করিম আকনের ছেলে।

পরিবার ও এলাকাবাসী জানান, সকালে বাড়িতে বসে তার নিজের ইজিবাইকের ব্যাটারি চার্জ দিতে সংযোগ লাগানোর সময় বিদ্যুতায়িত হয়ে মাটিতে পড়ে যায়। পরে স্বজনরা উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

শিবচর থানার ওসি মো. রতন শেখ বলেন, প‌রিবা‌রের অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ তা‌দের কাছে হস্তান্তর করা হ‌য়ে‌ছে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত