কেরানীগঞ্জে সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর নতুন কমিটি গঠন

স্টাফ রিপোর্টার, (ঢাকা দক্ষিণ)
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫, ১৬: ৪৮

সুজন-সুশাসনের জন্য নাগরিক -এর কেরানীগঞ্জ উপজেলা শাখার ৩১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক আমার দেশ পত্রিকার স্টাফ রিপোর্টার রাকিব হোসেন ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বিশিষ্ট লেখক মো. কাওসার আহম্মেদ। কমিটির অন্যান্য সদস্যরা হচ্ছে; সিনিয়র সহ-সভাপতি মো. মামুন অর রশিদ, সহ-সভাপতি মো. তাজুল ইসলাম চৌধুরী, আইন সম্পাদক এড. আব্দুল খালেক সরকার, যুগ্ম সম্পাদক মো. মামুন হোসাইন, তথ্য ও গবেষণা সম্পাদক- মুহাম্মদ মুজিব ভুঁইয়া, শিক্ষা বিষয়ক সম্পাদক- নাজমুস সাকিব সোহান, মহিলা বিষয়ক সম্পাদক ফাতেমা হাসনাত রিমা, মানবাধিকার সম্পাদক মো. ইস্রাফিল মিয়া, সাংস্কৃতিক সম্পাদক মো. শহিদুল ইসলাম রাজু, অর্থ সম্পাদক মো. মোরসালিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. শিপন উদ্দিন। সদস্যদের মধ্যে রয়েছেন সামসুল ইসলাম সনেট, অনিন্দ্য আসাদ, সামির ইফতেখার জসিম উদ্দিন, আনাস হাসান, অলিজা বেগম, ইঞ্জিনিয়ার নুর আলম, আল আমিন হোসাইন, রেজাউল করিম রাজু, শামসুর রহমান তুষার, সিহাব উদ্দীন ও আশ্রাফ হোসেন ।

আজ ১২ নভেম্বর বুধবার কেরানীগঞ্জের চাইনিজ রেস্টুরেন্টে সুশাসনের জন্য নাগরিক, সুজনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় কমিটির নাম ঘোষণা করেন সুজনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও ঢাকা জেলা সুজনের সভাপতি প্রকৌশলী মুজবা আলীম, সঞ্চালনায় ছিলেন ঢাকা জেলা সুজনের সম্পাদক মাহবুল হক, বিশেষ অতিথি হিসেবে ছিলেন সুজনের কেন্দ্রীয় সহযোগী সমন্বয়কারী জিল্লুর রহমান, সুজন ঢাকা জেলার সহ-সভাপতি এড. রাশিদা আক্তার শেলী, কেরানীগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বেগম বেদৌরা আলী শিমুল প্রমুখ ।

বিজ্ঞাপন

নবনির্বাচিত কমিটিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় সুজনের ঢাকা জেলা ও কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত