অভাব ঘোচাতে গিয়ে কফিনবন্দি হয়ে ফিরলেন আয়নাল

উপজেলা প্রতিনিধি, সাটুরিয়া (মানিকগঞ্জ)
প্রকাশ : ১০ মার্চ ২০২৫, ১৭: ৩৪

অভাব ঘোচাতে বছর দুয়েক আগে সৌদি আরবে যান আয়নাল। বছরখানেক সবকিছুই চলছিল ঠিকঠাক। স্ত্রী-সন্তানের মুখে হাসি ফুটলেও হঠাৎ থেমে গেল আয়নালের প্রাণ। কর্মস্থলে সড়ক দুর্ঘটনায় নিহতের পাঁচ মাস পর কফিনবন্দি হয়ে ফিরেছেন আপন ঠিকানায়। তার মৃত্যুতে বিষাদের ছায়া নেমে এসেছে গোটা পরিবারে।

আয়নালের বাড়ি মানিকগঞ্জের সাটুরিয়ায়। তিনি উপজেলার পাতিলাপাড়া গ্রামের কুদ্দুস আলীর ছেলে।

বিজ্ঞাপন

সোমবার সকালে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে, রোববার রাতে তার লাশটি বাড়িতে আনা হয়।

স্বজনরা জানান, সংসারের অভাব ঘোচাতে দুই বছর আগে সৌদি আরবে যান আয়নাল। কিন্তু গত বছরের ৮ অক্টোবর দেশটির আভা শহরে নিজ কর্মক্ষেত্রে সড়ক দুর্ঘটনায় মারা যান তিনি। তার স্ত্রী ও দুই মেয়ে রয়েছে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত