টঙ্গীর মাঠ বুঝে নিলেন সাদপন্থিরা

স্টাফ রিপোর্টার, টঙ্গী
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৮: ০১

টঙ্গীতে বিশ্ব ইজতেমা ময়দান বুঝে পেলেন দিল্লির মাওলানা সাদ আহমদ কান্ধলভীর অনুসারীরা। রোববার দুপুরে ময়দানটি বুঝে নেন কান্ধলভী অনুসারীদের শীর্ষ মুরুব্বি প্রকৌশলী শাহ মো. মুহিবুল্লাহ।

এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ওয়াহিদ হোসেন, গাজীপুর সিটি কর্পোরেশনের (অঞ্চল-৫) নির্বাহী কর্মকর্তা ফিরোজ আলম মামুন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (অপরাধ দক্ষিণ) হাফিজুল ইসলাম, টঙ্গী পশ্চিম থানার ওসি ইসকান্দার হাবিবুর রহমান প্রমুখ।

বিজ্ঞাপন

সাদপন্থি মিডিয়া সমন্বয়ক আবু সায়েম বলেন, দুপুরে প্রশাসনের কাছ থেকে ইজতেমা ময়দান বুঝে পেয়েছি। এরই মধ্যে কাজ শুরু করেছেন বিভিন্ন নজমের সাথীরা। ১৪ ফেব্রুয়ারি বাদ ফজর শুরু হবে নিজামুদ্দিন মারকাযের ৫৮তম বিশ্ব ইজতেমা। আর শেষ হবে ১৬ ফেব্রুয়ারি।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত