আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বোয়ালমারীতে ১৫ লাখ টাকার ভেজাল খাদ্য জব্দ

উপজেলা প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর)

বোয়ালমারীতে ১৫ লাখ টাকার ভেজাল খাদ্য জব্দ

ফরিদপুরের বোয়ালমারীতে ভেজাল শিশু খাদ্য ও নকল আচার–চিপস তৈরির একটি কারখানা ও গোডাউনে যৌথ অভিযানে বিপুল পরিমাণ ভেজাল খাদ্য জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রায় ১৫ লাখ টাকা মূল্যের ভেজাল খাদ্যসামগ্রী জব্দ করে ধ্বংস করা হয় এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

বিজ্ঞাপন

রোববার (১৮ জানুয়ারি) দুপুর থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বোয়ালমারী পৌরসভার আঁধারকোঠা গ্রামে এ অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিব্বির আহমেদ।

আদালত সূত্রে জানা যায়, আঁধারকোঠা গ্রামের হাসিবুর বিশ্বাসের দুই ছেলে বাহারুল বিশ্বাস ও রুহুল বিশ্বাস যৌথভাবে একটি স্টোর ও কারখানার আড়ালে দীর্ঘদিন ধরে ভেজাল শিশু খাদ্য, নকল আচার ও চিপস উৎপাদন ও বাজারজাত করে আসছিল। অভিযানে পৌরসভার ট্রাকে ৪ ট্রাক ভর্তি ভেজাল খাদ্যসামগ্রী জব্দ করা হয়।

ভেজাল-খাদ্য-2

জব্দকৃত মালামালের মধ্যে ছিল— চটকদার মোড়কে মোড়ানো নকল জুস, আচার, চকলেট, চিপস, ভাজা, বিস্কুট, পঁচা নারকেল দিয়ে তৈরি নাড়ু ও শিশুদের জন্য অত্যন্ত ক্ষতিকর নানা ধরনের ভেজাল খাদ্যপণ্য। অভিযান শেষে জব্দকৃত সব খাদ্যসামগ্রী রোলার দিয়ে ধ্বংস করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিব্বির আহমেদ বলেন, ‘দীর্ঘদিন ধরে শিশু খাদ্যসহ বিভিন্ন ভেজাল খাদ্য তৈরি ও বিক্রির অভিযোগের ভিত্তিতে যৌথভাবে এ অভিযান পরিচালনা করা হয়। জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ এসব খাদ্য জব্দ করে ধ্বংস করা হয়েছে এবং অভিযুক্ত প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।’

তিনি আরো জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন