গাছের নিচে চাপা পড়ল রিকশা, চালকসহ আহত ২

উপজেলা প্রতিনিধি, আড়াইহাজার (নারায়ণগঞ্জ)
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৯: ৪৪

নারায়ণগঞ্জের আড়াইহাজারে সরকারি গাছ কাটার সময় চাপা পড়ে রিকশাচালকসহ দুজন আহত হয়েছেন। এতে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।

বৃহস্পতিবার বিকেলে জাঙ্গালিয়া-আড়াইহাজার সড়কের নৈকাহন এলাকায় এ ঘটনা ঘটে। আহত রফিকুল ইসলামের বাড়ি উপজেলা টোটারবাগ গ্রামে।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে নৈকাহন এলাকায় সড়কের দুপাশে থাকা গাছ কেটে নিচ্ছিলেন স্থানীয় লোকজন। আজও প্রশাসনকে না জানিয়ে একটি মেহগনি গাছ কাটছিলেন আবু ব্যাপারীর ছেলে মোবারক। এ সময় যাওয়ার পথে গাছটির নিচে চাপা পড়ে রফিকুলের রিকশা। এতে যাত্রীসহ রফিকুল আহত হন।

এদিকে, গাছটি সড়কে পড়ে যাওয়ায় আটকা পড়ে শত শত গাড়ি। এতে একঘণ্টা ধরে যান চলাচল বন্ধ থাকে। পরে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন বলেন, আমার জানামতে গাছটি মোবারকের ব্যক্তিগত। এরপরও দিনে গাছ কেটে অন্যায় করেছেন তিনি। তার ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মেহেদী হাসান শিমুল বলেন, অবস্থার অবনতি হওয়ায় রফিকুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত