ছিটকে পড়তেই স্বামীর সামনে স্ত্রীকে পিষে দিলো ট্রাক

জেলা প্রতিনিধি, রাজবাড়ী
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ২১: ১১

রাজবাড়ীতে স্বামীর মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় শিউলী স্যান্যাল নামে এক গৃহবধূ নিহত হয়েছেন।

মঙ্গলবার বিকেলে সদর উপজেলার মাটিপাড়া বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিউলী কালুখালী উপজেলার খাকজানা গ্রামের বাপ্পী স্যান্যালের স্ত্রী।

বিজ্ঞাপন

স্বজনরা জানান, স্ত্রীকে নিয়ে রাজবাড়ী শহরের ওযাজেদ টাওয়ারে ভাড়া বাসায় থাকেন বাপ্পী। সকালে মোটরসাইকেলে বালিয়াকান্দির বহরপুরে আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান স্বামী-স্ত্রী। বিকেলে ফেরার পথে মাটিপাড়া বাজারে পৌঁছালে মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন শিউলী।

এ সময় একটি ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজবাড়ী সরকারি হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাজবাড়ী হাসপাতালের মেডিকেল অফিসার রাজিব দে সরকার বলেন, হাসপাতালে আনার আগেই শিউলী মারা গেছেন। তার মাথা থেঁতলানো ও হাত-পা ভাঙা ছিল। অতিরিক্ত রক্তক্ষরণে তিনি মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত