মাদারীপুরের রাজৈর উপজেলার বাজিতপুর এলাকায় অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবাসহ সুভাষ ব্যাপারী (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে রাজৈর থানা পুলিশ। আটক সুভাষ ব্যাপারীর পিতার নাম বুদ্ধি ব্যাপারী। তার বাড়ি উপজেলার বাজিতপুর ইউনিয়নের চৌরাশি গ্রামে।
রোববার (১০ আগস্ট) রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রাজৈর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাসুদ খানের নেতৃত্বে একটি চৌকস পুলিশ দল বাজিতপুর ইউনিয়নের চৌরাশি গ্রামে অভিযান চালায়। পুলিশ জানায়, চৌরাশি গ্রামের খোকন ব্যাপারীর বসতঘরের সামনে পাকা রাস্তার ওপর থেকে সুভাষ ব্যাপারীকে ইয়াবাসহ আটক করা হয়।
রাজৈর থানার ওসি মোহাম্মদ মাসুদ খান বলেন, আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। সোমবার তাকে আদালতে নেয়া হবে।

