আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

অবরোধের গাছ সরিয়ে ভোগান্তি দূর করে দিলো বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা

জেলা প্রতিনিধি, মাদারীপুর

অবরোধের গাছ সরিয়ে ভোগান্তি দূর করে দিলো বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা

ঢাকা-বরিশাল মহাসড়কে মাদারীপুরের গোপালপুরে টায়ার জ্বালিয়ে অবরোধ করেছেন পলাতক আ.লীগের নেতাকর্মীরা। রোববার ভোরে এ কর্মসূচি পালন করেন তারা। খবর পেয়ে উপজেলা বিএনপি-জামায়াতের নেতাকর্মী, ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ সড়ক থেকে গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে দলীয় নেতাকর্মী নিয়ে ঢাকা-বরিশাল মহাসড়কের গোপালপুরে জড়ো হন জেলা আওয়ামী লীগের সদস্য ও কালকিনি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মীর গোলাম ফারুক। পরে সড়কের বিভিন্ন স্থানে গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে অবরোধ করেন তারা। ১৭ নভেম্বর শেখ হাসিনার মামলার রায় ঘোষণা করা হলে দক্ষিণাঞ্চল অচল করে দেওয়ার ঘোষণা দেন নেতাকর্মীরা। ঢাকা-বরিশাল মহাসড়কের যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা।

মস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন আল রশিদ জানান, ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে একদল দুর্বৃত্ত। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা সড়ক থেকে সটকে পড়ে। বন্ধ হয়ে হওয়া সড়কে যান চলাচল স্বাভাবিক করতে কাজ করছে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। ভোর থেকে সকাল সাড়ে ৭টা পর্যন্ত অবরো থাকলেও পরে ঠিক হয়ে যায়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...