ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার পৌর সদর এলাকার আতাদী ব্র্যাক অফিস সংলগ্ন রেললাইনের পাশ থেকে রনি (৩০) নামে এক যুবকের লাশ মঙ্গলবার সকাল ১১টায় উদ্ধার করেছে পুলিশ।
তুজারপুর ইউনিয়নের সড়ইবাড়ি গ্রামের মোস্তফা মিয়ার ছেলে রনি ভাঙ্গায় ইমন মাতুব্বরের মাছের আড়তে ক্যাশিয়ার হিসেবে কাজ করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে রনি ও দুই বন্ধুকে মিলে মাছের আড়ত থেকে বাড়ি যাওয়ার কথা বলে বেড় হয়। সকাল ১০টার দিকে রেললাইনের পাশে মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা ট্রিপল ৯৯৯-এ জানায়। কিছুক্ষণ পর ভাঙ্গা থানার ওসি আশরাফ হোসেন ফোর্স নিয়ে ঘটনাস্থল গিয়ে লাশটি উদ্ধার করেন। খবর পেয়ে নিহতের মা তাছলিমা বেগম ও স্বজনরা এসে লাশের পরিচয় নিশ্চিত করেন।
ঘটনাস্থলে এসআই আফজাল হোসেন দৈনিক আমার দেশকে জানান, সকাল আটটা পর্যন্ত যুবক আড়তে কাজ করার পর বাড়িতে ফিরছিলেন। রেললাইন ধরে চলার সময় ট্রেনের ধাক্কায় তিনি মারা গেছেন বলে মনে হচ্ছে।ময়নাতদন্তের পরে বিস্তারিত বলা যাবে বলে পুলিশ জানায়।

