মাদ্রাসা শিক্ষিকার লাশ উদ্ধার, স্বজনদের দাবি হত্যা

উপজেলা প্রতিনিধি, ধনবাড়ী (টাঙ্গাইল)
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৫, ১০: ৩৭

টাঙ্গাইলের ধনবাড়ীতে এক শিক্ষিকার লাশ উদ্ধার করেছে ধনবাড়ী থানা পুলিশ। ওই শিক্ষিকার পরিবারের দাবি, তাকে হত্যা করা হয়েছে।

বিজ্ঞাপন

ঘটনাটি ঘটেছে ধনবাড়ী উপজেলার যদুনাথপুর ইউনিয়নের নেটামশারা নতুন বাজার এলাকায়। বুধবার (১ অক্টোবর) রাতে স্থানীয় গোবিন্দপুর আলিম মাদ্রাসার কৃষি বিভাগের শিক্ষিকা আই বি ডেইজি ওরফে জেসমিন আক্তারের ভাড়া বাসা থেকে পুলিশ তার লাশটি উদ্ধার করে।

শিক্ষিকা জেসমিন আক্তারের বড় ভাই মঞ্জুরুল ইসলাম মিজানসহ পরিবারের অন্য সদস্যরা জানান, জেসমিনের তিন বছর আগে পার্শ্ববর্তী জামালপুর জেলার রশিদপুর এলাকার আব্দুল মালেকের ছেলে সেনা সদস্য রুবেল আহমেদের সাথে বিবাহ হয়। মাদ্রাসায় চাকরির সুবিধার্থে বিবাহের পর থেকেই নতুন বাজারে বাসা ভাড়া নেয় এবং সেখানেই হোমিওপ্যাথিক চিকিৎসা দিয়ে থাকতেন জেসমিন। ৬ মাস আগে তার স্বামীর লিখিত একটি কাগজে যৌতুক, ডেইজির বেতনের টাকা এবং রেশন কার্ডে অন্য মহিলার নাম দেখতে পায়। সেই থেকে প্রায়ই ঝগড়া হতো তাদের।

২৯ সেপ্টেম্বর জেসমিনের স্বামী সেনা সদস্য রুবেল ছুটিতে ওই ভাড়া বাসায় আসেন। পরে বুধবার রাতে জেসমিনের দুলাভাইকে রুবেল ফোনে জানান জেসমিন আত্মহত্যা করেছে। স্বজনদের দাবি, জেসমিন কোনোভাবেই আত্মহত্যা করতে পারে না। তাকে তার স্বামী হত্যা করেছে। তারা প্রশাসনের কাছে হত্যার রহস্য বের করে দোষী ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

দুলাভাই নূরুল ইসলাম জানান, আমাকে মোবাইল ফোনে বুধবার রাতে রুবেল জানায় জেসমিন মারা গেছে। খবর পাওয়ার পর গিয়ে দেখি লাশ বিছানায় পড়ে আছে। রুবেল লাশের পাশেই শুয়ে আছে। বিয়ের কিছু দিন পর থেকেই তাদের মধ্যে অশান্তি ছিল। রুবেল মাঝে মধ্যেই জেসমিনকে মারধর করতো। হত্যার হুমকি দিতো। এ ব্যাপারে থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছি আমরা।

রুবেল আহমেদ জানান, আমি বাসায় আসার পর থেকেই একটি জমি খারিজের কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। এই কাজের ফাঁকে আমার স্ত্রী জেসমিন আমাকে একাধিকবার ফোন করে। আমি তার ফোন রিসিভ করতে না পারায় এ নিয়ে মাঝে বাগবিতণ্ডা হয়। পরে গ্যাস সিলিন্ডার আনতে বাজারে যাই। বাসায় ফিরে দেখি নাইলনের রশি দিয়ে সিলিং ফ্যানের সাথে ঝুলে আছে।

এ ব্যাপারে ধনবাড়ী থানার পুলিশ অফিসার এস আই জাকির হোসেন জানান, ভাড়া বাসা থেকে শিক্ষিকা জেসমিনের লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্ত করা হচ্ছে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর মূল কারণ জানা যাবে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত