ডিবি পরিচয়ে পোশাক কারখানার ২৫ লাখ টাকা ছিনতাই

স্টাফ রিপোর্টার (ঢাকা উত্তর)
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৫, ১৩: ০৬

সাভারে ডিবি পুলিশ পরিচয়ে পোশাক কারখানার ২৫ লাখ টাকা ছিনতাই হওয়ার ১৮ দিন অতিবাহিত হলেও কাউকে আটক বা টাকা উদ্ধার করতে পারেনি পুলিশ। অচিরেই ছিনতাইকারিদের আটক ও টাকা উদ্ধার করে দেয়া হবে পুলিশের পক্ষ থেকে এমন আশ্বাসে বিষয়টি সাংবাদিকদের না জানানোর অনুরোধ করা হয় কারখানাটির কর্মকর্তা ও মালিককে। ফলে তারা বিষয়টি সাংবাদিকদের না জানিয়ে চেপে চান।

জানা গেছে, গত ২৫ সেপ্টেম্বর সাভারের রাজফুলবাড়িয়া এলাকায় অবস্থিত ডেলিকেট গার্মেন্টস লিমিটেডের ২৫ লাখ টাকা ছিনতাই করে একদল ছিনতাইকারি। কারখানাটির কর্মকর্তা মামুন হোসেন অভিযোগ করে জানান, ২৫ শে সেপ্টেম্বর দুপুরে সাভারের হেমায়েতপুরে ইসলামী ব্যাংক থেকে ২৫ লাখ টাকা উত্তোলন করে অ্যাডমিন ম্যানেজার বাইজিদ মিয়া, রাসেল হোসেন ও অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিন ম্যানেজার আব্দুর রহিম লিটন। পরে তারা টাকা নিয়ে ঢাকা আরিচা মহাসড়ক দিয়ে তেজগাঁও রেজিস্ট্রি অফিসে যাওয়ার জন্য একটি প্রাইভেটকার যোগে রওয়ানা দেন। তাদের বহনকারি প্রাইভেটকারটি ঢাকা-আরিচা মহাসড়কের তুরাগ এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা ডিবি পুলিশ পরিচয় দেওয়া ও লেখা একটি মাইক্রোবাস গাড়িটিকে বেরিকেট দেয়। এ সময় গাড়িতে মাদক আছে বলে তিন কর্মকর্তাকে অস্ত্রের মুখে জিম্মি করে তাদের গাড়িতে তিনজনকে তুলে নেন । পরে হাত পা মুখ বেঁধে টাকা ছিনিয়ে নেওয়ার পরে দু’জনকে ওইদিন বিকেলে ধামরাইয়ের সুতিপাড়া ব্রিজের নিচে ও অপরজনকে টাঙ্গাইল জেলা এলাকায় ফেলে যায় দুর্বৃত্তরা।

বিজ্ঞাপন

সাভার থানা পুলিশের পক্ষ থেকে ছিনতাইকারিদের আটক করে টাকা উদ্ধার করে দেয়া হবে এমন আশ্বাসে বিষয়টি সাংবাদিকদের না জানানোর অনুরোধ করা হয় কারখানাটির কর্মকর্তা ও মালিককে। সাভার মডেল থানায় এ ঘটনায় মামলা হলেও ১৮ দিনেও জড়িত কাউকে আটক বা টাকা উদ্ধার করতে পারেনি।

এ ঘটনায় কারখানাটির মালিক ও কর্মকর্তাদের ছিনতাইয়ের বিষয়টি সাংবাদিকদের না জানানোর জন্য অনুরোধ করার বিষয়ে জানতে চাইলে বিষয়টি সত্য নয় এবং ঘটনাটি তদন্ত চলছে বলে জানান সাভার মডেল থানার ওসি জুয়েল মিঞা।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত