টঙ্গীতে বাসের ধাক্কায় নারীর মৃত্যু

স্টাফ রিপোর্টার, টঙ্গী
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৫, ১৩: ০১
আপডেট : ০৩ আগস্ট ২০২৫, ১৩: ১৬

গাজীপুরের টঙ্গীতে বাসের ধাক্কায় অজ্ঞাত (৬০) এক মহিলার মৃত্যু হয়েছে। রোববার সকালে গাজীপুরা-সাতাইশ রোডের খরতৈল এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার সকাল সাড়ে ৬টার দিকে ওই নারী খরতৈল এলাকার মিথিলা এন্টারপ্রাইজের সামনে দিয়ে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুত গতিতে আসা একটি বাস তাকে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে গুটিয়া ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসকান্দার হাবিবুর রহমান জানান, নিহত নারীর পরিচয় জানার চেষ্টা চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত