জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে ঘাটাইলে গ্রাফিতি-চিত্রাঙ্কন প্রতিযোগিতা

উপজেলা প্রতিনিধি, ঘাটাইল (টাঙ্গাইল)
প্রকাশ : ২০ জুলাই ২০২৫, ১২: ৪৭

জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে ঘাটাইলে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (১৯ জুলাই) উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে উপজেলা প্রশাসন চত্বরের উত্তর পাশের দেয়ালে গ্রাফিতি ও চিত্রাঙ্কন করেন শিক্ষার্থীরা।

ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার মো. আবু সাঈদ আমার দেশকে বলেন, তরুণ প্রজন্মের কাছে জুলাই অভ্যুত্থানে শহীদর আত্মত্যাগের ইতিহাস ও গুরুত্ব তুলে ধরা হচ্ছে। দেশব্যাপী এ কর্মসূচি উদযাপন করছেন মাধ্যমিক ও কলেজ স্তরের শিক্ষার্থীরা।

ঘাটাইলের ২৪টি শিক্ষা প্রতিষ্ঠান এই গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত