স্বাস্থ্য কমপ্লেক্সে স্বামীর লাশ রেখে পালালেন স্ত্রী

উপজেলা প্রতিনিধি, রাজৈর (মাদারীপুর)
প্রকাশ : ২৪ জুন ২০২৫, ১৩: ২৯

মাদারীপুরের রাজৈর হাসপাতালে স্বামী হালিম খানের (৫৫) লাশ রেখে পালিয়ে গেছেন স্ত্রী রেশমা (৪০) বেগম। নিহত হালিম খান উপজেলার নগর-গোয়ালদি গ্রামের মৃত কালম খানের ছেলে। মঙ্গলবার সকালে রাজৈর হাসপাতালে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

হাসপাতাল, পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, হালিম খান ৪ বছর আগে প্রেমের সম্পর্কের সূত্র ধরে উত্তর দ্বারাদিয়া গ্রামের সোমেদ চৌকিদারের মেয়ে রেশমাকে বিয়ে করেছিল। একটি মোটরসাইকেল কেনা এবং রেশমার পরকীয়া নিয়ে তাদের সংসারে অশান্তি চলছিল। সোমবার বিকেলে শ্বশুরবাড়িতে বেড়াতে এসেছিলেন হালিম। রাতে কি হয়েছে কেউই বলতে না পারলেও সকালে তাকে অচেতন অবস্থায় রাজৈর হাসপাতালে নিয়ে আসে স্ত্রী রেশমা ও শ্বশুরবাড়ির লোকজন। দায়িত্বরত চিকিৎসক ডা. আব্দুল মুনেম খান তাকে মৃত ঘোষণা করেন। এরপরই স্ত্রী ও তার পরিবারের সদস্যরা লাশ ফেলে হাসপাতাল থেকে সরে পড়েন।

নিহতের বড় ভাই আব্দুর রাজ্জাক খান বলেন, আমার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করেছে তার শ্বশুরবাড়ির লোকজন। সোমবার বিকেলে হালিমের শালা এসে তাকে তাদের বাড়িতে নিয়ে যায়। এছাড়াও হালিমের স্ত্রী পরকীয়ায় আসক্ত ছিল। তারাই এ ঘটনা ঘটিয়েছে। আমি আমার ভাই হত্যার বিচার চাই।

ঘটনার পর হালিমের শ্বশুরবাড়ির লোকজন পালিয়ে যাওয়ায় তাদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

রাজৈর থানার ওসি মাসুদ খান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে প্রকৃত কারণ জানা যাবে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত