গোপালগঞ্জে জুলাই আন্দোলনে শহীদ আরাফাতের বাবাকে মারধর, আসামি গ্রেপ্তার

গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৫, ১৭: ২২
আপডেট : ২৪ আগস্ট ২০২৫, ১৭: ৪৭

গোপালগঞ্জে ‘জুলাই আন্দোলনের শহীদ’ কিশোর আরাফাত মুন্সীর বাবা স্বপন মুন্সীকে মারধরের ঘটনা ঘটেছে। শনিবার বিকেলে মুকসুদপুর উপজেলার বড় বণগ্রামের মুন্সিবাড়ি ব্রিজ এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে আহত স্বপন মুন্সীর বৃদ্ধা মায়ের একটি আহাজারির ভিডিও ভাইরাল হয়।

আহত স্বপন মুন্সীকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন

এ ঘটনায় শনিবার রাতে স্বপন মুন্সীর স্ত্রী মায়া আক্তার মুকসুদপুর থানায় ছয়জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। পুলিশ দ্রুত অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি আব্দুল সামাদ শেখকে (৫৫) গ্রেপ্তার করেছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

ভুক্তভোগী জানান, একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আব্দুল সামাদ শেখ ও তার তিন ছেলেসহ ৫-৬ জন মিলে তাকে মারধর করে। একপর্যায়ে তারা তাকে ইট দিয়ে মাথায় আঘাত করে। স্থানীয়দের সহায়তায় তিনি হাসপাতালে ভর্তি হন।

মুকসুদপুর থানার এসআই মোস্তাফিজুর রহমান জানান, প্রধান আসামিকে গ্রেফতার করা হয়েছে এবং অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আশুলিয়া থানার সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে শহীদ হন অষ্টম শ্রেণির শিক্ষার্থী কিশোর আরাফাত মুন্সী (১৪)। তাকে গোপালগঞ্জের নিজ বাড়িতে দাফন করা হয়। এরপর থেকে তার বাবা-মা গ্রামের বাড়িতেই বসবাস করছেন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত