বাংলাদেশে গত বছরের জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ রায়ের খবরে উল্লাস ও মিছিল করেছেন বাজিতপুর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মী ও সমর্থকরা।
সোমবার (১৭ নভেম্বর) দুপুরে রায় ঘোষণার পরপরই তারা উল্লাসে ফেটে পড়েন।
তাদের মধ্যে অনেকে শেখ হাসিনার বিরুদ্ধে মিছিলও করেছেন। সন্ধ্যায় আতশবাজি ফোটানো এবং আনন্দমিছিলে উপস্থিতদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

