ঘাটাইলে জিপিএ-৫ অর্জন করেছে বাক-শ্রবণ প্রতিবন্ধী তানিশা

উপজেলা প্রতিনিধি, ঘাটাইল (টাঙ্গাইল)
প্রকাশ : ১১ জুলাই ২০২৫, ১৪: ৪৬
আপডেট : ১১ জুলাই ২০২৫, ১৫: ১৮

মুখে দিয়ে ভাষা প্রকাশ করতে না পারলেও অধ্যবসায় ও মনের ভাষা দিয়ে ঠিকই সাফল্য অর্জন করেছেন ঘাটাইলের বাক ও শ্রবণ প্রতিবন্ধী জাইমা জারনাস তানিশা।

বিজ্ঞাপন

তানিশা এবার এসএসসি পরীক্ষায় ঢাকা বোর্ড কারিগরি শাখায় জিপিএ-৫ পেয়েছে। তার সাফল্যে সালেহা ইউসুফজাই বালিকা উচ্চ বিদ্যালয়র শিক্ষকরা আনন্দ প্রকাশ করেছেন।

তানিশার বাড়ি ঘাটাইলে উপজেলার সদর ইউনিয়নের কমলাপাড়া গ্রামে।

তানিশার বাবা জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার নির্বাহী প্রকৌশলী মো. জয়নাল আবেদীন। মা স্থানীয় কমলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাফুজুন নাহার বিউটি।

তার এ সাফল্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুজ্জামান আমার দেশকে বলেন, তানিশা অত্যন্ত মেধাবী। বাক ও শ্রবণ প্রতিবন্ধী কোনো ব্যাপার নয়। সে আগামীতে আরো সাফল্য অর্জন করে জীবনে প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ।

প্রসঙ্গত, তানিশা ঘাটাইল ক্যান্টনমেন্টে প্রতিবন্ধীদের শিক্ষা প্রতিষ্ঠান প্রয়াস থেকে শিশু শ্রেণি থেকে পঞ্চম পর্যন্ত পড়াশোনা করেছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত