আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

কমিটি বাতিলের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্রদের সড়ক অবরোধ

জেলা প্রতিনিধি, মানিকগঞ্জ

কমিটি বাতিলের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্রদের সড়ক অবরোধ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মানিকগঞ্জ জেলা শাখার কমিটি বাতিলের দাবিতে সড়ক অবরোধ করা হয়েছে।

সোমবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ মানরা এলাকায় ঘণ্টাব্যাপী অবস্থান নেন সংগঠনটির একাংশের নেতাকর্মীরা। এতে যানচলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা।

বিজ্ঞাপন

মানিকগঞ্জ সদর থানার ওসি আমান উল্লাহ বলেন, আন্দোলনকারীদের বুঝিয়ে পরিস্থিতি শান্ত করে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।

উল্লেখ্য, ২০ ফেব্রুয়ারি ওমর ফারুককে আহ্বায়ক ও নাহিদ মনিরকে সদস্যসচিব করে ৪২১ সদস্যের কমিটি দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এতে ঠাঁই পাওয়া ২০ জনকে বিতর্কিত দাবি ও আন্দোলনে আহতদের বাদ দেওয়াসহ বিভিন্ন অভিযোগ এনে পদত্যাগ করেন আড়াইশ সদস্য।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...