মানসিক ও শারীরিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই: নাফিসা আরেফীন

স্টাফ রিপোর্টার, টঙ্গী
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৫, ১৭: ১১

গাজীপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাফিসা আরেফীন বলেছেন, মানসিক ও শারীরিক বিকাশে খেলাধুলার বিকল্প নাই। শিক্ষার্থী ও যুবসমাজকে মোবাইল এবং মাদকাসক্তির হাত থেকে রক্ষা করতে আবার তাদেরকে খেলার মাঠে ফিরিয়ে আনতে হবে।

বিজ্ঞাপন

বুধবার দুপুরে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে ভাওয়াল সম্মেলন কক্ষে জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক নাফিসা আরেফীন বলেন, জেলা সর্বত্র অযত্নে অবহেলায় ও বেহাত হওয়া সরকারি খেলার মাঠগুলো উদ্ধার করে নিয়মিত খেলাধুলা চর্চার মাধ্যমে পুরনো ঐতিহ্য ফিরিয়ে আনা হবে। জেলা ক্রীড়া সংস্থার মাধ্যমে বিভিন্ন টুর্নামেন্টের আয়োজন করা হবে যাতে এলাকার যুব সমাজ ও শিক্ষার্থীরা মোবাইল আসক্তিসহ অপসংস্কৃতি থেকে ফিরে আসে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোতাছেম বিল্যাহ’র সঞ্চালনায় এতে বক্তব্য দেন সদ্য বিদায়ী গাজীপুর জেলা ক্রীড়া অফিসার ফারজানা আক্তার সাথী, সদ্য যোগদানকৃত জেলা ক্রীড়া অফিসার মো. মিজানুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও সাবেক ফুটবলার আজহারুল ইসলাম খসরু, সাবেক ক্রিকেটার, কোচ ও সংগঠক ইমরান হোসেন, সাবেক ফুটবলার সালাউদ্দিন শেখ, ক্রীড়া অনুরাগী ও সংগঠক মোহাম্মদ রবিউল্লাহ খান, ক্রীড়া সংগঠক মো. শোয়েব মিয়া, ছাত্র প্রতিনিধি বশির আহমেদ অপু, দৈনিক আমার দেশ’র স্টাফ রিপোর্টার (টঙ্গী) ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য মো. জাকির হােসেন। পরে গাজীপুর শহীদ বরকত স্টেডিয়াম পরিদর্শন করা হয়।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত