আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

পাকুন্দিয়ায় নৌকাডুবে কলেজ ছাত্রীর মৃত্যু, নিখোঁজ ১

উপজেলা প্রতিনিধি, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ)
পাকুন্দিয়ায় নৌকাডুবে কলেজ ছাত্রীর মৃত্যু, নিখোঁজ ১

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় নৌকাডুবে নীলা (১৭) নামের এক কলেজ ছাত্রীর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার দক্ষিণ চরটেকী ব্রহ্মপুত্র নদে এ নৌকাডুবির ঘটনা ঘটে। এঘটনায় তার ছোট বোন নীহা (৯) এখনো নিখোঁজ রয়েছে।

নিহত নীলা কিশোরগঞ্জ সদর উপজেলার জালুয়াপাড়া গ্রামের আবদুর রহমানের মেয়ে। সে উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থী। জরুরী বিভাগে চিকিৎসারত নিহতের বাবা ও মায়ের সাথে কথা বলে তথ্যটি নিশ্চিত করেছেন পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.নূর-এ-আলম খান।

বিজ্ঞাপন

তিনি জানান, চার সদস্যের পরিবার শুক্রবার বিকেলে উপজেলার দিক্ষণ চরটেকী বেড়িবাঁধে ঘুরতে আসেন কিশোরগঞ্জ সদর উপজেলার আবদুর রহমান। সেখানে ব্রহ্মপুত্র নদে ঘুরার সময় এ ঘটনা ঘটে। এসময় স্থানীয়রা আবদুর রহমান, তার স্ত্রী নীপা আক্তার ও বড় মেয়ে নীলাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। ঘটনায় ছোট মেয়ে নীহা নিখোঁজ রয়েছে।

পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.বিল্লাল হোসেন বলেন, নৌকাডুবির ঘটনায় একজন মারা গেছেন। একজন নিখোঁজ রয়েছে।

ফায়ার সার্ভিসের কর্মী ও পুলিশ সদস্যদের নিয়ে আমি ঘটনাস্থলে রয়েছি। নিখোঁজ শিশুকে উদ্ধারের চেষ্টা চলছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন