আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় মারুফ ও বশির

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১২ আগস্ট ২০২৫, ১১: ০২

সৌদি আরবে আয়োজিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন হাফেজ আব্দুল্লাহ আল মারুফ। এছাড়াও বিশ্বের ১৭৪ দেশের হাফেজে কোরআনরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন।

বিজ্ঞাপন

নরসিংদীর হাফেজ আব্দুল্লাহ আল মারুফ নারায়ণগঞ্জের সানারপাড়ায় মুফতি আব্দুল কাইয়ুম মোল্লা প্রতিষ্ঠিত আর রায়হান ইন্টারন্যাশনাল মাদরাসার ছাত্র।

মুফতি আব্দুল কাইয়ুম মোল্লা জানান, আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় ৩০ পারা গ্রুপে অংশ নিয়েছেন তার ছাত্র হাফেজ আব্দুল্লাহ আল মারুফ। এছাড়াও ১৫ পারা গ্রুপে অংশগ্রহণ করেছেন হাফেজ নেসার আহমাদ নাসিরীর ছাত্র হাফেজ বশির আহমেদ।

হাফেজ আব্দুল্লাহ আল মারুফ ও হাফেজ বশির আহমেদের শিক্ষকরা দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন, যাতে তারা লাল-সবুজের পতাকার সম্মান বয়ে আনতে পারেন।

প্রসঙ্গত, ৭ আগস্ট এসব প্রতিযোগী সৌদি আরবে যান। ৮ আগস্ট থেকে সেখানে প্রতিযোগিতা শুরু হয়েছে। ২০ আগস্ট বিজয়ীদের পুরস্কার প্রদান করা হবে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত