অপারেশন ডেভিল হান্ট, টঙ্গীতে গ্রেপ্তার ১৮

স্টাফ রিপোর্টার, টঙ্গী
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১২: ১৬

গাজীপুরের টঙ্গীতে অপারেশন ডেভিল হান্টে ১৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার সারা রাত টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

পূর্ব থানায় গ্রেপ্তারকৃতরা হলেন নূর আলম (২৮), আব্দুর রহিম (৩৮), মোজাম্মেল হক (৫৫), মো. আওলাদ (৪৫), বাদল (৩৫), মো. স্বপন (৩৫), গিয়াস উদ্দিন (৪৪), মো. রুবেল (৩৫), আব্দুল মমিন (৩০), মো. সিরাজুল ইসলাম (৪৬), মো. সেলিম পাঠান (৫০)।

পশ্চিম থানায় গ্রেপ্তারকৃতরা হলেন আমিনুল ইসলাম ওরফে খোকা (৩৮), মো. এলেম মিয়া (৫৩), মো. শফিকুল ইসলাম ভুট্টু (৪৮), মো. ওয়ালীউল্যাহ (২৭), আসিফ (২৪), মো. হাবীব (৪৪), ইয়াসিন আরাফাত (৩৯) ও মো. বাবু (২৮)।

পশ্চিম থানার ওসি ইস্কান্দার হাবিবুর রহমান বলেন, গ্রেপ্তারকৃতদের গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ দক্ষিণ) এনএম নাসিরুদ্দিন বলেন, দুষ্কৃতকারীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত