দলীয় নেতার বহিষ্কারের দাবিতে বিএনপির সংবাদ সম্মেলন

উপজেলা প্রতিনিধি, আলফাডাঙ্গা (ফরিদপুর)
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৫, ২০: ১২

ফরিদপুরের আলফাডাঙ্গা পৌর বিএনপির সাবেক সদস্য সচিব খোশবুর রহমান খোকনকে বহিষ্কারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে আলফাডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপি।

শনিবার (৪ অক্টোবর) দুপুরে উপজেলা রোডে অবস্থিত উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব নূর জামান খসরু।

তিনি অভিযোগ করেন, খোশবুর রহমান খোকনের ছত্রছায়ায় বিএনএম নির্বাচনে অংশ নেওয়ায় বহিষ্কৃত একাধিক নেতাকর্মী বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছে। এসব কর্মকাণ্ডের মধ্যে রয়েছে স্থানীয় জনগণকে ভয়ভীতি দেখানো, চাঁদাবাজি, দাঙ্গাহাঙ্গামা, অপহরণ ও মারধরের ঘটনা।

খসরু আরো জানান, সম্প্রতি বেশ কয়েকজন স্থানীয় নেতা—যেমন রফিক মেম্বার, চাঁদ মিয়া, দুলু চৌধুরী, যুবদল নেতা শাহিন মোল্লা, সাবেক ছাত্রদল নেতা বনি আমিন ও বিএনপি নেতা উজ্জ্বল শেখ—খোশবুর খোকনের অনুসারীদের হাতে হামলার শিকার হয়েছেন।

এ নিয়ে থানায় অভিযোগ করার পর প্রশাসনের বিরুদ্ধে মানববন্ধনের চেষ্টা করলে খোশবুর খোকনসহ কয়েকজনকে পুলিশ গ্রেপ্তার করে।

তিনি আরো অভিযোগ করেন, খোশবুর খোকন আওয়ামী লীগের সঙ্গে যোগসাজশ করে আলফাডাঙ্গা বণিক সমিতির নির্বাচন কমিটির প্রধানের দায়িত্ব নেন এবং বাজারের চাঁদার অর্থ আত্মসাৎ করেন। তিনি ব্যবসায়ী সদস্য না হয়েও কমিটিতে যুক্ত ছিলেন। এ কারণে বাজারের সদস্যরা ভয়ে মুখ খুলতে পারছেন না।

খসরুর দাবি, এসব কর্মকাণ্ডে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে এবং জনগণের আস্থা কমে যাচ্ছে, যা আসন্ন নির্বাচনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই দলের হাই কমান্ডের কাছে দ্রুত খোশবুর রহমান খোকনকে বহিষ্কারের আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল মান্নান আব্বাস, সাবেক যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনির, রেজাউল ইসলাম রেজা, পৌর বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক বাশারুল বারী, সাধারণ সম্পাদক ইস্রাফিল মোল্লা, উপজেলা যুবদলের আহ্বায়ক শাহিন মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান কদর, সাবেক সদস্য সচিব রকিবুল ইসলাম প্রমুখ।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত