রায়পুরা ম্যারাথন ৩ অক্টোবর

উপজেলা প্রতিনিধি, রায়পুরা (নরসিংদী)
প্রকাশ : ১১ আগস্ট ২০২৫, ১৮: ২৩

নরসিংদীতে রায়পুরা ম্যারাথন অনুষ্ঠিত হবে আগামী ৩ অক্টোবর। ‘রান ফর বাংলাদেশ, রান ফর হেল্থ’ স্লোগানকে ধারন করে এবারও দেশ বিদেশি ৭০০ দৌড়বিদদের অংশগ্রহণে হচ্ছে এ ম্যারাথন।

বিজ্ঞাপন

রায়পুরা উপজেলা প্রশাসন ও রায়পুরা রানার্স কমিউনিটির আয়োজনে ভোরে উপজেলা পরিষদের প্রধান গেইট থেকে দৌড়বিদরা তিনটি ক্যাটাগরির মাধ্যমে দৌড় প্রতিযোগিতায় অংশ নিবেন।

সোমবার বিকেলে রায়পুরা উপজেলা কনফারেন্স রুমে রায়পুরা ম্যারাথন আয়োজনের প্রস্তুতি সভা করা হয়। আগামী ৩ অক্টোবর নরসিংদী জেলা প্রশাসক রাশেদ হোসেন চৌধুরী ম্যারাথনের উদ্বোধন করার কথা রয়েছে।

রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রায়পুরা ম্যারাথনের স্পন্সর ওয়াটসন গ্রুপের পরিচালক ও বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল।

রানার্স কমিউনিটির ডিরেক্টর সবুজ শিকদার জানান, আগামী ৩ অক্টোবরকে ঘিরে ইতোমধ্যে তারা ব্যাপক প্রস্তুতি শুরু করেছে। বাংলাদেশের বুকে রায়পুরাকে আবারও ব্র্যান্ডিং করার জন্য কাজ করা হচ্ছে। ম্যারাথনের দিন দৌড়বিদদের জন্য পুরো সড়কজুড়ে ২ শতাধিক ভলান্টিয়ার, প্রায় অর্ধশত পুলিশ, সেনাবাহিনীর একটি টিম, অর্ধশত আনসার সদস্যসহ গ্রাম পুলিশের সদস্যরা নিরাপত্তা জোরদার করবে। পাশাপাশি দৌড়বিদদের শারীরিক চিকিৎসা সেবা নিশ্চিতে একটি অ্যাম্বুলেন্সসহ মেডিক্যাল টিম উপস্থিত থাকবে। পরে প্রতিযোগিতা শেষে বিয়াম ল্যাবরেটরি স্কুল মাঠে আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের পুরষ্কার বিতরণের মাধ্যমে ম্যারাথনটি সমাপ্ত ঘোষণা করা হবে।

এরআগের দিন সন্ধ্যায় ম্যারথন উপলক্ষে একটি বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।

প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) বায়েজিদ বীন মুনসুর, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকন, জেলা যুবদল সাধারণ সম্পাদক হাসানুজ্জামান সরকার, জামায়াতে ইসলামী রায়পুরা সদর শাখার আমির জাহাঙ্গীর আলম, পৌর বিএনপি সভাপতি ইদ্রিস আলী মুন্সী, রানার্স কমিউনিটি অ্যাডমিন সাদেক হোসেন খোকাসহ উপজেলার বিভিন্ন দপ্তর প্রধান, উপজেলা বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

মাওলানা মুহিবুল্লাহ মাদানি নিখোঁজ, সন্দেহের তীর ইসকনের দিকে

সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন তালুকদারের মৃত্যুতে লন্ডন বাংলা প্রেস ক্লাবের শোক

রাবাদার রেকর্ডে স্বস্তিতে প্রোটিয়ারা

যুক্তরাষ্ট্রের রাস্তায় ট্রাম্প-বিরোধী বিক্ষোভ নিয়ে খামেনির উপহাস

হোয়াইট হাউসে বলরুম নিয়ে রহস্য, নির্মাণে টাকা দিচ্ছে কারা

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত