উপজেলা প্রতিনিধি, ফতুল্লা (নারায়ণগঞ্জ)
নারায়ণগঞ্জ ফতুল্লার পঞ্চবটি মোড়ে তিতাস গ্যাসের লাইনে লিকেজ থেকে বিস্ফোরণে একজন দগ্ধ হয়েছেন এবং পৌর মার্কেটের একটি দোকান পুড়ে ছাঁই হয়েছে। দগ্ধ ওই যুবকের নাম শাওন (২২)। তিনি পুড়ে যাওয়া শাহজালাল থাই অ্যালুমিনিয়াম দোকানের কর্মচারী। মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুর ৩টার দিকে বিস্ফোরণের এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফতুল্লা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় পুরো এলাকায় আতংক ছড়িয়ে পড়ে।
বিস্ফোরণের পর ফতুল্লার পঞ্চবটি, শাসনগাঁও, মুসলিমনগর, নবীনগর, আমতলা, বিসিক, ধর্মগঞ্জ, ফাজেলপুর এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। ৮ ঘন্টা পর তিতাসের সঞ্চালন লাইন স্বাভাবিক হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোক্তারপুর-পঞ্চবটি উড়াল সড়কের কাজ করার সময় এক্সকাভেটর দিয়ে মাটি খোঁড়ার কাজ করছিলেন শ্রমিকরা। এ সময় গ্যাসের সঞ্চালন লাইন ফেটে বিস্ফোরণ ঘটে আগুন ধরে যায়। আগুনে পৌরমার্কেটের শাহজালাল থাই অ্যালুমিনিয়াম দোকানটি পুড়ে ছাঁই হয়ে যায়। দোকানে থাকা কর্মচারী শাওন দগ্ধ হন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
স্থানীয়রা জানান, পঞ্চবটি মোড়ের দক্ষিণ পাশে দীর্ঘদিন ধরে গ্যাস লিকেজের সমস্যা ছিল। এলাকাবাসী একাধিকবার তিতাস গ্যাস কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছিলেন, কিন্তু কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের ফতুল্লা স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোঃ আব্দুল হালিম জানান, তিতাসের গ্যাস লাইনের লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুনে একটি থাই অ্যালুমিনিয়ামের দোকান পুড়ে গেছে ও দোকানের কর্মচারী দগ্ধ হয়েছেন।
নারায়ণগঞ্জ ফতুল্লার পঞ্চবটি মোড়ে তিতাস গ্যাসের লাইনে লিকেজ থেকে বিস্ফোরণে একজন দগ্ধ হয়েছেন এবং পৌর মার্কেটের একটি দোকান পুড়ে ছাঁই হয়েছে। দগ্ধ ওই যুবকের নাম শাওন (২২)। তিনি পুড়ে যাওয়া শাহজালাল থাই অ্যালুমিনিয়াম দোকানের কর্মচারী। মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুর ৩টার দিকে বিস্ফোরণের এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফতুল্লা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় পুরো এলাকায় আতংক ছড়িয়ে পড়ে।
বিস্ফোরণের পর ফতুল্লার পঞ্চবটি, শাসনগাঁও, মুসলিমনগর, নবীনগর, আমতলা, বিসিক, ধর্মগঞ্জ, ফাজেলপুর এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। ৮ ঘন্টা পর তিতাসের সঞ্চালন লাইন স্বাভাবিক হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোক্তারপুর-পঞ্চবটি উড়াল সড়কের কাজ করার সময় এক্সকাভেটর দিয়ে মাটি খোঁড়ার কাজ করছিলেন শ্রমিকরা। এ সময় গ্যাসের সঞ্চালন লাইন ফেটে বিস্ফোরণ ঘটে আগুন ধরে যায়। আগুনে পৌরমার্কেটের শাহজালাল থাই অ্যালুমিনিয়াম দোকানটি পুড়ে ছাঁই হয়ে যায়। দোকানে থাকা কর্মচারী শাওন দগ্ধ হন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
স্থানীয়রা জানান, পঞ্চবটি মোড়ের দক্ষিণ পাশে দীর্ঘদিন ধরে গ্যাস লিকেজের সমস্যা ছিল। এলাকাবাসী একাধিকবার তিতাস গ্যাস কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছিলেন, কিন্তু কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের ফতুল্লা স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোঃ আব্দুল হালিম জানান, তিতাসের গ্যাস লাইনের লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুনে একটি থাই অ্যালুমিনিয়ামের দোকান পুড়ে গেছে ও দোকানের কর্মচারী দগ্ধ হয়েছেন।
বুধবার দুপুরে নগরীর আগ্রাবাদ মোড়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে মিছিল নিয়ে বন্দর ভবনের উদ্দেশ্যে রওনা হয় বিক্ষোভকারীরা। মিছিলটি বারিক বিল্ডিং মোড়ে পৌঁছলে পুলিশ মিছিলে বাধা দেয়।
২৫ মিনিট আগেআজ, বুধবার, বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর ব্যবস্থাপনায় ‘ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগ কার্যক্রম সম্প্রসারণ ক্যাম্পেইন’ উপলক্ষ্যে চট্টগ্রামে দিনব্যাপী বর্ণাঢ্য রোডশো, সেমিনার এবং স্টল প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
৩৪ মিনিট আগেচট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ পাহারা ভেঙে পালানো ছিনতাইকারী ইমাম হোসেন আকাশকে (২৯) অবশেষে গ্রেপ্তার করেছে পুলিশ। একই ঘটনায় চীনা নাগরিককে ছুরিকাঘাতকারী পিচ্চি আকাশ নামের আরেক যুবককেও আটক করেছে পাঁচলাইশ থানা পুলিশ।
৩৯ মিনিট আগেপ্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টোপথে এসে চলন্ত অটোকে ধাক্কা দিলে অটোতে থাকা ১ যাত্রী ঘটনাস্থলেই নিহত হন ও গুরুতর আহত অবস্থায় অন্য একজনকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
৪০ মিনিট আগে