জাকসুতে ডোপ টেস্ট বাধ্যতামূলক করতে ভিপি প্রার্থীর অনশন

জাবি প্রতিনিধি
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৫, ১৫: ৪৬
আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৮: ৪৪

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে প্রার্থীদের বাধ্যতামূলক ডোপ টেস্ট করার দাবিতে অনশনে বসেছেন সরকার ও রাজনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ও জাকসুর ভিপি প্রার্থী মো. রাব্বি হোসেন।

বুধবার (২৭ আগস্ট) দুপুর ২টা থেকে বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের (অস্থায়ী জাকসুর নির্বাচন কমিশনের কার্যালয়) সামনে এই অনশন কর্মসূচি শুরু করেন তিনি।

বিজ্ঞাপন

এসময় তিনি বলেন, আমি মো. রাব্বি হোসেন, ‘শিক্ষার্থী সরকার ও রাজনীতি বিভাগ এবং আসন্ন কেন্দ্রীয় জাকসু নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদপ্রার্থী, অত্যন্ত দুঃখ ও ক্ষোভের সঙ্গে জানাচ্ছি যে, নির্বাচন কমিশনের ঘোষিত নীতিমালায় প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক থাকলেও, প্রশাসন এখন পর্যন্ত তা বাস্তবায়নের কোনো কার্যকর উদ্যোগ নেয়নি।

এই ডোপ টেস্ট শুধুমাত্র একজন প্রার্থীর শারীরিক ও মানসিক সুস্থতার প্রমাণই নয়, এটি জাকসুকে সন্ত্রাস, মাদক ও অপসংস্কৃতি মুক্ত রাখার একটি মৌলিক শর্ত। আমরা চাই, নেতৃত্বে আসুক তারা, যারা শারীরিক ও মানসিকভাবে সুস্থ, মূল্যবোধসম্পন্ন এবং দায়িত্বশীল। প্রশাসনের এই উদাসীনতা নির্বাচনের স্বচ্ছতা ও ন্যায্যতা প্রশ্নবিদ্ধ করছে।’

রাব্বি হোসেন আরো বলেন, ‘এই অবস্থায় আমি কোনো বিকল্প না দেখে ২৭ আগস্ট ২০২৫ তারিখ দুপুর ২টা থেকে পুরাতন প্রশাসনিক ভবনের সামনে থেকে অনশন শুরু করার ঘোষণা দিচ্ছি। আমার একটিই দাবি, অবিলম্বে সকল প্রার্থীর বাধ্যতামূলক ডোপ টেস্ট নিশ্চিত করতে হবে এবং তা স্বচ্ছভাবে প্রকাশ করতে হবে। আমি জানি, এই লড়াই কষ্টের, কিন্তু এটি আমাদের ভবিষ্যৎ নেতৃত্বের মান ঠিক রাখার লড়াই। আমি আমার সহপাঠী, শিক্ষার্থী, শিক্ষক, সাংবাদিক ও নাগরিক সমাজের প্রতি আহ্বান জানাই আসুন, আমরা একসাথে দাঁড়াই সত্য, স্বচ্ছতা ও জবাবদিহিতার পক্ষে।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের জাকসু নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান বলেন, ‘জাকসু নির্বাচন কমিশনার বলেছেন, ডোপ টেস্ট বাধ্যতামূলক হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার আমাদের নেই। আমরা শুধু নির্বাচনের সার্বিক তদারকি ও পরিচালনার দায়িত্বে থাকি। নির্বাচন আচরণবিধি তৈরি করাও আমাদের দায়িত্বের মধ্যে পড়ে না। এ ধরনের নীতিগত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রয়েছে।’

উল্লেখ্য, কোনো প্রার্থীর বিষয়ে কেউ মাদক সংশ্লিষ্টতার অভিযোগ তুললে তার ডোপ টেস্ট করার বিধান রয়েছে জাকসু নির্বাচনে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত