বেপরোয়া বাসের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী হতাহত

উপজেলা প্রতিনিধি, ফতুল্লা (নারায়ণগঞ্জ)
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৫, ১৮: ২২
আপডেট : ০৬ অক্টোবর ২০২৫, ১৮: ২৪

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের জেলা পরিষদের সামনে বেপরোয়া বাসের ধাক্কায় অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো দুইজন। সোমবার দুপুরে এ দূর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত মোজাম্মেল হক (৫৫) নারায়ণগঞ্জ সস্তাপুর জেলখানা এলাকার মুক্তার হোসেনের ছেলে। আহতরা হলেন সিদ্ধিরগঞ্জের ২ নম্বর ঢাকেশ্বরী এলাকার মিশুক চালক আনিছুর রহমান (৩৫) এবং ফতুল্লার কায়েমপুর এলাকার অটোচালক রানা বাবু (৪৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, চাষাঢ়া থেকে ঢাকাগামী মৌমিতা বাসটি জেলা পরিষদের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত অটো রিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ভেতরে থাকা যাত্রী মোজাম্মেল হক ঘটনাস্থলেই প্রাণ হারান। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে নারায়ণগঞ্জ খানপুর ৩০০ শয্যা হাসপাতালে ভর্তি করেন। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। ঘটনার পরপরই ক্ষুব্ধ জনতা বাসটিকে ঘিরে ফেলে চালক ও হেলপারকে আটক করে গণপিটুনি দেয়। পরে পুলিশ এসে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে হেফাজতে নেয়। এ সময় বিক্ষুব্ধ জনতা বাসে আগুন লাগিয়ে দেয়।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, দুর্ঘটনার পরপরই চালক ও হেলপারকে জনতা আটক করে আমাদের হাতে দিয়েছে। তারা এখন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আটক আছে। আইনি প্রক্রিয়া চলছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত