জাকসুর ভোটার তালিকা প্রকাশ, ভোট দিতে পারবে না হামলাকারীরা

প্রতিনিধি, জাবি
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৫, ১৫: ০৫

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। শনিবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এই তালিকা প্রকাশ করা হয়। জাকসু নির্বাচন কমিশনার অধ্যাপক মনিরুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ভোটার হওয়ার শর্ত তুলে ধরা হয়।

বিজ্ঞাপন

এতে বলা হয়, স্নাতক (সম্মান) ২০১৮-২০১৯, ২০১৯-২০২০, ২০২০-২০২১, ২০২১-২০২২, ২০২২-২০২৩ ও ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের নিয়মিত শিক্ষার্থী ও স্নাতকোত্তর ২০২১-২০২২, ২০২২-২০২৩ ও ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের নিয়মিত শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

জাকসুর গঠনতন্ত্র ও উপাচার্যের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে বর্তমানে অধ্যয়নরত এম.ফিল, পিএইচ.ডি, উইকেন্ড ও ইভিনিং প্রোগ্রামের শিক্ষার্থী এবং বিভিন্ন ব্যাচের অনিয়মিত শিক্ষার্থীদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি। শুধু যেসব শিক্ষার্থী স্নাতক (সম্মান) শ্রেণিতে ৬ (৪+২) বছর অথবা স্নাতকোত্তর শ্রেণিতে ২ (১+১) অধ্যয়নরত, তাদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

জুলাই আন্দোলনকালে হামলায় জড়িতরা ভোটার হতে পারবেন না বলেও এক বিজ্ঞপ্তিতে বলা হয়। ভোটার তালিকায় কোনো অস্পষ্টতা বা অসঙ্গতি দেখা গেলে ১৪ জানুয়ারি বেলা দুইটার মধ্যে প্রমাণাদিসহ নির্বাচন কমিশন বরাবর লিখিত আবেদন করতে হবে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত