ফরিদগঞ্জে যৌথ অভিযানে মাদকসহ ব্যবসায়ী আটক

উপজেলা প্রতিনিধি, ফরিদগঞ্জ (চাঁদপুর)
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৫, ১৯: ৩৭

চাঁদপুরের ফরিদগঞ্জ থানা পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে মজিব বেপারী (৫০) নামে এক মাদক ব্যবসায়ীকে হয়েছে। উপজেলার গোয়ালভাওর বাজারে শনিবার (৮ নভেম্বর) মধ্যরাতে অভিযান পরিচালনা করা হয়।

বিজ্ঞাপন

আটককৃতের কাছ থেকে ১২৪ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রয় বাবদ নগদ ৪ হাজার ২ শ টাকা ও মাদক ব্যবসার কাজে ব্যবহৃত ১টি বাটন মোবাইল জব্দ করা হয়। আটককৃত মজিব বেপারী উপজেলার হাওয়াকান্দি গ্রামের মৃত মুসা বেপারীর ছেলে।

পুলিশ সূত্রে জানাগেছে, মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে শনিবার রাতে উপজেলার গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের গোয়ালভাওর বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। সে তার নিজ এলাকাসহ পার্শ্ববর্তী গ্রামে চিহ্নিত মাদক ব্যবসায়ী।

বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহআলম বলেন, আটককৃত মজিব বেপারীর বিরুদ্ধে মিয়মিত মামলা রুজু করে রবিবার (৯ নভেম্বর) আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত