আলগী ও হামিরদী ইউনিয়ন ফেরত পেতে উত্তাল ভাঙ্গা

উপজেলা প্রতিনিধি, ভাঙ্গা (ফরিদপুর)
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১৪: ৩৮
আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১৪: ৩৮

ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার মানচিত্র থেকে নির্বাচন কমিশনের নতুন সিদ্ধান্তে আলগী ইউনিয়ন ও হামিরদী ইউনিয়ন নগরকান্দা উপজেলার সাথে সংযুক্ত করায় শুক্রবার সকাল থেকে বিক্ষোভ প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে গোটা উপজেলা।

বিজ্ঞাপন

সকাল আটটা থেকে হাজার হাজার গ্রামবাসীর পাশাপাশি রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা রাজনৈতিক বিভেদ ভুলে একাত্ম হয়ে ভাঙ্গা-মাওয়া মহাসড়ক, ভাঙ্গা ফরিদপুর মহাসড়ক ও ফরিদপুর বরিশাল মহাসড়কে আগুন জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে বিক্ষোভ মিছিল করেন। তারা সড়কের ওপর অবস্থান নিয়েছেন। দাবি বাস্তবায়নের আগে তারা রাজপথ ছেড়ে যাবেন না বলে জানিয়েছেন বিক্ষোভকারীরা।

এদিকে ভাঙ্গার ফরিদপুর মহাসড়কের হামিরদী বাসস্ট্যান্ড ও পুখুরিয়া বাসস্ট্যান্ড এবং ভাঙ্গা-মাওয়া মহাসড়কের মুনসুরাবাদ বাসস্ট্যান্ড এলাকায় হাইওয়ে সড়কে বিক্ষোভকারীরা অবস্থান নেয়ায় দূরপাল্লার বিভিন্ন যানবাহন আটকে পড়েছে। এতে চরম ভোগান্তি সৃষ্টি হচ্ছে শত শত যানবাহন যাত্রীদের।

একজন নারী যাত্রী হোসনে আরা বলেন, সকাল আটটার দিকে ভাঙ্গা হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় আমরা আটকে পড়েছি। ছোট মেয়েরা গরমে কান্না করছে। আল্লাহ পাক জানেন কখন এর থেকে মুক্তি পাওয়া যাবে?

মুনসুরাবাদ হাইওয়ে সড়কে বিক্ষোভে অংশ নেয়া ইউনিয়ন বিএনপি নেতা লিটন মিয়া বলেন, স্বাধীনতার পরবর্তী সময়ে ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী দুটো ইউনিয়নের জনগণ ভাঙ্গা উপজেলার রাজনৈতিক, সামাজিক ও একে অপরের সুখ দুঃখের গল্পের সারথি। কিন্তু বাংলাদেশ নির্বাচন কমিশনের হঠাৎ সিদ্ধান্তে দুটো ইউনিয়নকে কর্তন করে পাশের উপজেলা নগরকান্দার সাথে সংযুক্ত করায় বিষয়টি কেউ মেনে নিতে পারছে না। তাই দলমত নির্বিশেষে আসনটি পুনরায় ফেরত পাওয়ার জন্য নারী ও পুরুষরা রাজপথে নেমে এসেছেন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত